তিন মাসেই ভরে গেল মন? বিবাহবিচ্ছেদের পথে অভিষেক-শার্লি! পোস্ট ঘিরে বাড়ছে জল্পনা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাংলা বিনোদুনিয়ায় সম্পর্কের উত্থান পতন লেগেই থাকে। কয়েক বছরের পাকাপোক্ত সম্পর্কেও ভাঙন ধরা অস্বাভাবিক নয় এই ইন্ডাস্ট্রিতে। এবার ভাঙনের গুঞ্জন সদ্য বিবাহিত দম্পতি অভিষেক বসু (Abhishek Bose) এবং শার্লি মোদক। বিয়ের মাত্র তিন মাসের মধ্যেই নাকি ভাঙতে বসেছে তাঁদের সম্পর্ক। নেট পাড়ায় তুঙ্গে এমনি গুঞ্জন।

গোপনে বিয়ে করেন করেন অভিষেক (Abhishek Bose) শার্লি

বিয়েটা একেবারেই গোপনে করার পরিকল্পনা ছিল অভিষেক (Abhishek Bose) শার্লির। তাঁদের বিয়ের খবরে চমকে গিয়েছিলেন সকলেই গোপনে বিয়ে সেরেই স্ত্রীকে নিয়ে হানিমুনের উদ্দেশে পাড়ি দেন অভিষেক। ফিরে এসে কাজেও যোগ দিয়েছিলেন। সবটাই ঠিকঠাক চলছিল। তাল কাটল হঠাৎ দুজনেই সোশ্যাল মিডিয়া স্টেটাস দেখে।

Is abhishek bose and sharly headed towards divorce

পোস্ট নিয়ে জল্পনা: সম্প্রতি শার্লি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, ‘কোনোকিছুই চিরস্থায়ী নয়’। পালটা অভিষেক (Abhishek Bose) লেখেন, ‘কিছু জিনিস তোমার মন ভেঙে দেয়, কিন্তু চোখ খুলে দেয়’। আর এরপরেই দুয়ে দুয়ে চার করতে শুরু করেছেন নেটিজেনরা। তবে কি ভাঙতে বসেছে অভিষেক শার্লির সংসার?

আরো পড়ুন : তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় ওড়িশায় মৃত যুবক! তদন্ত শুরু করল পুলিশ

সত্যিটা ঠিক কী: এর আগে লুকিয়ে বিয়ের প্রসঙ্গে অভিষেধ্ম (Abhishek Bose) জবাব, তিনি ধোনি ভক্ত। কথা কম আর কাজ বেশি করেন। অন্যদিকে আবেগে বেশি কথাই বলতে পারেননি শার্লি। কিন্তু তিন মাস কাটতে না কাটতেঈ কি মন ভরে গেল দুজনের? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন : আজ দক্ষিণবঙ্গে আরও বাড়বে ঝড়-বৃষ্টি! কোন জেলায় কখন দুর্যোগ? আবহাওয়ার খবর

প্রসঙ্গত, একাধিক সম্পর্কে জড়ানোর অভিযোগ রয়েছে অভিষেকের (Abhishek Bose) বিরুদ্ধে। দীর্ঘদিন দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। হঠাৎ করেই মাখোমাখো প্রেমে পড়ে বাধা। বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই সুরভীর সঙ্গে প্রেমে শিলমোহর দেন অভিষেক। কেউ তাঁদের আলাদা করতে পারবে না, এমনটাই লিখেছিলেন অভিষেক। শোনা যায়, ২০২৪ এ বিয়ে হওয়ারও কথা ছিল তাঁদের। কিন্তু হঠাৎ করেই ছড়ায় বিচ্ছেদের খবর। কেন ভাঙল সম্পর্ক, তা এখনও জানা যায়নি। তবে শোনা যায়, ফুলকির সেটেই নাকি মন দেওয়া নেওয়া হয়েছিল অভিষেক শার্লির।