বাংলা হান্ট ডেস্ক : গোটা শহর জুড়ে ব্যস্ততা। শনিবার সকাল থেকেই গোটা উত্তরপ্রদেশ (Uttarpradesh) জুড়ে শুরু হয়েছে সাজো সাজো রব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) স্বাগত জানাতে প্রস্তুত অযোধ্যা (Ayodhya)। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহরকে। এইদিন অযোধ্যায় নবনির্মিত বিমানবন্দর এবং নবরূপে সজ্জিত অযোধ্যা ধাম রেল স্টেশন উদ্বোধনের পাশাপাশি রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি চাক্ষুষ পরিদর্শন করবেন তিনি। সেই সাথে ছয়টি বন্দে ভারত (Vande Bharat) এবং দুটি অমৃত ভারত (Amrit Bharat) ট্রেনের ফ্ল্যাগ অফও হবে প্রধানমন্ত্রীর হাত ধরে।
শনিবার বেলা ১১টা নাগাদ অযোধ্যা পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য-সহ অন্য মন্ত্রীরা। সেখানে থেকে প্রধানমন্ত্রীর কনভয়ে পাড়ি দেয় অযোধ্যা ধামের দিকে। ১৫ কিমি দীর্ঘ এই রোড-শ উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে। শঙ্খধ্বনি থেকে শুরু করে পুষ্পবর্ষণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়েছে নরেন্দ্র মোদীকে।
প্রধানমন্ত্রীর এক ঝলক পেতে মরিয়া হয়ে রয়েছে অযোধ্যার মানুষজন। পাল্টা অভিবাদন ফিরিয়ে দিয়েছেন মোদীও। হাত নেড়ে অযোধ্যাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এইদিন নতুন রূপে বিমানবন্দর, রেলস্টেশন উদ্বোধনের পাশাপাশি অযোধ্যাবাসীকে ১৬ হাজার কোটি টাকার প্রকল্পের উপহার দেওয়ার কথা রয়েছে তার। সেই সাথে মোট ৮টি ট্রেনের ভার্চুয়ালি সূচনা করবেন।
আরও পড়ুন : অপেক্ষার আর কয়েকদিন, রামমন্দিরের উদ্বোধনের আগেই নিষিদ্ধ হল ‘মদ’ দোকান, নিদান যোগীর
শোনা যাচ্ছে , নরেন্দ্র মোদীর এই রোড শো কে স্মরণীয় করে রাখতে থাইল্যান্ড, মালয়েশিয়া, কলকাতা, বেঙ্গালুরু, দেরাদুন, উত্তরাখণ্ড ও দিল্লি থেকে ফুল আনা হয়েছে। ১৫ কিমি দীর্ঘ এই রাস্তায় মোট ৫১ টি জায়গায় তাঁকে স্বাগত জানানো হবে। সেই সাথে ২১ টি সংস্কৃত বিদ্যালয়ের ৫০০ বৈদিক শিক্ষার্থী হাজির হয়েছে সেখানে। শঙ্খ বাজিয়ে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে মোদীর যাত্রাপথকে বিশেষ করে তুলবে তারা।
আরও পড়ুন : কড়া হল পর্ষদ! রেজিস্ট্রেশন নিয়ে নয়া নির্দেশিকা জারি, না মানলেই সমস্যায় পড়বে মাধ্যমিক পরীক্ষার্থীরা
এরপর প্রধানমন্ত্রী পৌঁছাবেন অযোধ্যা স্টেশনে। সেখানে স্টেশন উদ্বোধনের পর তিনি মোদীর কনভয়ে যাবে অযোধ্যা বিমানবন্দরের দিকে। বন্দর পরিদর্শনের পর তার দ্বারোদ্ঘাটন করে নরেন্দ্র মোদী যাবেন বন্দর সংলগ্ন মাঠে। সেখানেই এক জনসভার আয়োজন করা হয়েছে। এই জনসভায় বক্তৃতা দেওয়ার সময়ই ১৬০০ কোটি টাকার প্রকল্পগুলির উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে রামপথ, ধরম পথ, ভক্তি পথ এবং রাম জন্মভূমি হাইওয়ে থেকে NH-২৭ বাইপাস এবং বাদি বুয়া রেলওয়ে ওভারব্রিজ। এই সমস্ত কর্মসূচী শেষ হলে দিল্লি ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।