বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি বছর অর্থাৎ ২০২৩-এর একদম অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি আমরা। আর মাত্র কয়েকঘন্টা পরেই আমরা প্রবেশ করব নতুন বছরে। এমতাবস্থায়, আপনি কি জানেন এই বছর আয়ের দিক থেকে দেশে কোন ধনকুবের সবথেকে এগিয়ে রয়েছেন? এই উত্তর জানলে অবাক হবেন প্রত্যেকেই। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স (Bloomberg Billionaires Index) অনুসারে জানা গিয়েছে যে, দেশের সবচেয়ে মূল্যবান সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) চেয়ারম্যান মুকেশ আম্বানির (Mukesh Ambani) মোট সম্পদ এই বছরে ৯.২৩ বিলিয়ন ডলার বেড়েছে। এমতাবস্থায়, মোট ৯৬.৩ বিলিয়ন ডলারের অধিকারী হয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ১৩ নম্বরে রয়েছেন তিনি। কিন্তু এই বছর আয়ের দিক থেকে HCL-এর প্রতিষ্ঠাতা শিব নাদার (Shiv Nadar) টেক্কা দিয়েছেন আম্বানিকে। শুধু তাই নয়, এই বছর নাদারের মোট সম্পদ ৯.৩৯ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে বলেও জানা গিয়েছে।
প্রথম স্থানে নাদার: ২০২৩ সালে সবচেয়ে বেশি আয়ের নিরিখে, HCL-এর প্রতিষ্ঠাতা শিব নাদার ভারতীয় ধনকুবেরদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, এই বছর তাঁর সম্পদ ৯.৩৯ বিলিয়ন ডলার বেড়েছে এবং তাঁর মোট সম্পদ পৌঁছে গিয়েছে ৩৩.৯ বিলিয়ন ডলারে। HCL-এ নাদারের ৬১ শতাংশ শেয়ার রয়েছে। পাশাপাশি, এই বছর কোম্পানিটির শেয়ার ৪৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
আয়ের দিক থেকে প্রথম পাঁচে কারা আছেন: এদিকে, ২০২৩ সালে ভারতীয় ধনকুবেরদের মধ্যে আয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পদ ৯.২৩ বিলিয়ন ডলার বেড়েছে। পাশাপাশি, দেশের সবচেয়ে ধনী মহিলা ও ওপি জিন্দাল গ্রুপের চেয়ারপার্সন সাবিত্রী জিন্দাল এই তালিকায় রয়েছেন তৃতীয় স্থানে। এই বছর তাঁর মোট সম্পদ ৮.৯৮ বিলিয়ন ডলার বেড়েছে। এছাড়াও, DLF-এর কেপি সিং (৭.৭৭ বিলিয়ন ডলার) চতুর্থ স্থানে এবং শাপুর মিস্ত্রি (৭.৪৯ বিলিয়ন ডলার) রয়েছেন পঞ্চম স্থানে।
আরও পড়ুন: অনুভব হবেনা ঝাঁকুনি, অমৃত ভারত এক্সপ্রেসে রয়েছে এই অত্যাধুনিক সুবিধা
দেশের শীর্ষ ১০ ধনী ব্যক্তি: মুকেশ আম্বানি ২০২৩ সালে আয়ের দিক থেকে দ্বিতীয় হলেও তিনিই কিন্তু দেশের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ৯৬.৩ বিলিয়ন ডলার। এদিকে, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ৮৪.৩ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। এরপরে রয়েছেন শাপুর মিস্ত্রি (৩৫.৩ বিলিয়ন দলের), শিব নাদার (৩৩.৯ বিলিয়ন দলের), আজিম প্রেমজি (২৬.৩ বিলিয়ন দলের), সাবিত্রী জিন্দাল (২৪.৭ বিলিয়ন ডলার), দিলীপ সাংঘভি (২০.৮ বিলিয়ন ডলার), লক্ষ্মী মিত্তাল (২০.৫ বিলিয়ন ডলার), রাধাকিশান দামানি (১৯.৫ বিলিয়ন ডলার) ও কুমার মঙ্গলম বিড়লা (১৮.৬ বিলিয়ন ডলার)।
আরও পড়ুন: ঘুম উড়বে সন্ত্রাসবাদীদের! সেনাবাহিনীর হাতে আসছে অত্যাধুনিক বুলেট প্রুফ গাড়ি, চমকে দেবে এটির ফিচার্স
কারা হয়েছেন ক্ষতিগ্রস্ত: জানিয়ে রাখি যে, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বিশ্বের শীর্ষ ২০ ধনকুবেরের মধ্যে একমাত্র ব্যক্তি যিনি এই বছর বিপুল সম্পদ হারিয়েছেন। ২০২৩ সালে তাঁর মোট সম্পদ ৩৬.২ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। গত জানুয়ারি মাসে হিন্ডেনবার্গ রিসার্চের একটি রিপোর্টের কারণে, আদানি গ্রুপের শেয়ারে বিরাট পতন পরিলক্ষিত হয়। এদিকে, আদানির পর চীনের ঝাং ইমিং সবচেয়ে বেশি সম্পদ হারিয়েছেন। এই বছর তাঁর মোট সম্পদ ১৩ বিলিয়ন ডলার কমেছে।
প্রথম স্থানে রয়েছেন মাস্ক: এই বছর সর্বোচ্চ আয়ের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছেন ইলন মাস্ক। ২০২৩ সালে তাঁর মোট সম্পদ ৯২ ডলার বিলিয়ন বেড়ে ২২৯. বিলিয়ন ডলারে পৌঁছেছে। পাশাপাশি, ফেসবুকের ফাউন্ডার মার্ক জুকারবার্গের মোট সম্পদ চলতি বছরে ৮২.৫ বিলিয়ন ডলার বেড়েছে। এছাড়াও, অ্যামাজনের ফাউন্ডার জেফ বেজোসের মোট সম্পদ ৬৯.৯ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে এবং মাইক্রোসফটের CEO স্টিভ বলমারের মোট সম্পদ ৪৫ বিলিয়ন ডলার বেড়েছে।