বাংলাহান্ট ডেস্ক: ভেঙে গেল অতীতের সব রেকর্ড। মদ বিক্রিতে নতুন ‘ইতিহাস’ তৈরি করল মুর্শিদাবাদ জেলা। পুরনো সব রেকর্ড ভেঙে মুর্শিদাবাদ জেলায় বিক্রি হল রেকর্ড পরিমাণ মদ। জানা গেছে মুর্শিদাবাদ জেলায় ৪ কোটি টাকার মদ বিক্রি হয়েছে শুধু বড়দিনের দিন। জঙ্গিপুর ও বহরমপুর পুলিশ জেলা মিলিয়ে মোট মদ বিক্রি হয়েছে চার কোটি ৫৩ লক্ষ টাকার।
২ কোটি ৬০ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে জঙ্গিপুরে ও বহরমপুরে বিক্রি হয়েছে ১কোটি ৫৩ লক্ষ টাকার মদ। আবগারি দপ্তরের কর্তারা বলছেন বড়দিন উপলক্ষে বিপুল পরিমাণ মদ বিক্রি হওয়ায় বড় পরিমাণ রাজস্ব এল রাজকোষে। জেলা আফগারি দফতর সূত্রে খবর, মুর্শিদাবাদের দুটি পুলিশ জেলার মধ্যে জঙ্গিপুরে বিক্রি হয়েছে ১০ হাজার ৫০০ বিএল মদ।
আরোও পড়ুন : মাসিক বেতন যথেষ্ট নয়! স্কুলে পড়ানোর পাশাপাশি করেন অন্য কাজ, রাজ্যের পার্শ্ব শিক্ষকদের অবস্থা তথৈবচ
১১ হাজার ৩০০ লিটার বিয়ার ও ৫৮ হাজার লিটার দেশি মদ বিক্রি হয়েছে। ৯ হাজার ৮০০ বিএল বিদেশী মদ বিক্রি হয়েছে মুর্শিদাবাদ পুলিশ জেলায়। মোট ৪ কোটি ৫৩ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে মুর্শিদাবাদের দুই আবগারি জেলাতে। এরমধ্যে ২০ হাজার ৩০ বিএল বিদেশী মদ বিক্রি হয়েছে। ২২ হাজার ৪০০ বিএল বিয়ার বিক্রি হয়েছে।
১ লক্ষ ১০ হাজার বিএল দেশি মদ বিক্রি হয়েছে, যা অন্যান্য দিনের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। জানা গেছে গত বছরের তুলনায় ২৫ থেকে ৩০ শতাংশ বেশি মদ এ বছর বড়দিনে বিক্রি হয়েছে মুর্শিদাবাদে। এই বিপুল পরিমাণ মদ বিক্রি থেকে বিশাল পরিমাণ রাজস্ব ঢুকেছে রাজ্যের কোষাগারে। বড়দিনে এই বিপুল পরিমাণ মদ বিক্রি হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি বিক্রেতারা।