জানুয়ারিতে জগন্নাথ দর্শনের ইচ্ছা? পুরীর উদ্দেশ্যে ৮টি স্পেশাল ট্রেন চালাবে রেল, আছে ৯,০০০ টিকিট

বাংলাহান্ট ডেস্ক : নতুন বছর পড়ার সাথে সাথে অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যান। আপনি কি জানুয়ারি মাসে পুরী ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন? তাহলে আপনার জন্য বড় সুখবর নিয়ে এসেছে ভারতীয় রেল। ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে এই মাসে পুরীর উদ্দেশ্যে চালানো হবে ৮টি স্পেশাল ট্রেন। যদি আপনারা শেষ মুহূর্তে এসে জগন্নাথ দর্শনের প্ল্যান করে থাকেন তাহলে নিরাশ হবেন না।

আরো বেশি করে পুণ্যার্থীরা যাতে পুরী আসতে পারেন তার জন্য স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থা করেছে রেল। জানা যাচ্ছে জানুয়ারি মাসেও চালানো হবে ০৩১০১/০৩১০২ শিয়ালদা-পুরী-শিয়ালদা পুরী স্পেশাল ট্রেনটি। শিয়ালদা-পুরী স্পেশাল চলাচল করবে চারদিন।  পুরী-শিয়ালদা ট্রেন চলবে চারদিন। পূর্ব রেল জানাচ্ছে সেই স্পেশাল ট্রেনের ফলে সৃষ্টি হবে আরও অতিরিক্ত ৮,৭৬৮টি আসন।

আরোও পড়ুন : মদ্যপানে ‘এগিয়ে বাংলা!’ ২৩,৫০০ কোটি টাকার মদ বিক্রি ২০২২-২৩ অর্থবর্ষে

০৩১০১ শিয়ালদা-পুরী স্পেশাল: আগামী ৬ জানুয়ারি থেকে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত এই ট্রেন চলাচল করবে শিয়ালদা থেকে। এই স্পেশাল ট্রেন প্রতি শনিবার সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে পুরীর উদ্দেশ্যে রওনা দেবে। এই শিয়ালদা-পুরী স্পেশাল ট্রেন চলবে ৬ জানুয়ারি, ১৩ জানুয়ারি, ২০ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি। যাত্রা পথে এই ট্রেন স্টপেজ দেবে আন্দুল জংশন, খড়্গপুর জংশন, বালাসোর, ভদ্রক, কটক জংশন, ভুবনেশ্বর এবং খুরদা রোড জংশনে।

92347171

 

০৩১০২ পুরী-শিয়ালদা স্পেশাল: ৭ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত পুরী থেকে এই স্পেশাল ট্রেন ছাড়বে। প্রতি রবিবার দুপুর ৩ টে ১৫ মিনিটে পুরী থেকে এই ট্রেনটি ছাড়বে। এই ট্রেন চলবে ৭ জানুয়ারি, ১৪ জানুয়ারি, ২১ জানুয়ারি এবং ২৮ জানুয়ারি। খুরদা রোড জংশন, ভুবনেশ্বর, কটক জংশন, ভদ্রক, বালাসোর, খড়্গপুর জংশন এবং আন্দুল স্টেশনে স্টপেজ দেবে এই ট্রেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর