ফের বিতর্কে ‘অপরাজিতা বিল’, রাষ্ট্রপতির আপত্তিতে ফেরত এল নবান্নে

Published on:

Published on:

Aparajita Bill was returned after the President objected

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকার যে ‘অপরাজিতা বিল’ (Aparajita Bill) এনেছিল, তা নিয়ে প্রশ্ন তুলে বিলটি ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিধানসভা সূত্রে এই খবর মিলেছে।

রাজভবনে ফেরত এল ‘অপরাজিতা বিল’ (Aparajita Bill)

২০২৩ সালের অগস্টে আরজি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়ায়। সেই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠানে ঘোষণা করেন, ধর্ষণ ও খুন রুখতে বিশেষ আইন আনবে রাজ্য। এরপরই সেপ্টেম্বরের গোড়ায় বিশেষ অধিবেশন ডেকে বিধানসভায় পাশ হয় ‘অপরাজিতা বিল ২০২৪’ (Aparajita Bill)। রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই বিল রাষ্ট্রপতির কাছে পাঠান অনুমোদনের জন্য। সেই বিলই (Aparajita Bill) সম্প্রতি রাজভবনে ফেরত পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবন। সূত্রের দাবি, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে বিলটি অনুমোদন স্থগিত রেখেছেন রাষ্ট্রপতি।

বিধানসভার এক কর্তা জানান, রাষ্ট্রপতি ভবন থেকে বিলটি এবার রাজভবনে ফেরত এসেছে। সেখান থেকে তা পাঠানো হবে বিধানসভার সচিবালয়ে। তারপর তা যাবে নবান্নে। সূত্র বলছে, যেসব বিষয় নিয়ে রাষ্ট্রপতি ভবন রাজ্যপালের কাছে ব্যাখ্যা চেয়েছে, সেগুলি নিয়ে রাজভবন রাজ্য সরকারের কাছে ব্যাখ্যা চাইবে।

এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “রাজ্যকে কি কেন্দ্র অপরাজিতা বিল ফিরিয়ে দিল? ধর্ষণ বা খুনে মৃত্যুদণ্ডের সাজা ‘অতিরিক্ত কঠোর’ বলে কি আপত্তি তোলা হয়েছে? রাজভবনের একটি সূত্র থেকে এমনটাই জানতে পেরেছি। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। যদি সত্যি হয়, তাহলে আমরা কড়া প্রতিবাদ জানাচ্ছি। বিজেপির মানসিকতা এখন সবার সামনে পরিষ্কার।”

Aparajita Bill was returned after the President objected

আরও পড়ুনঃ ‘মার খেয়ে ফিরবেন না, পাল্টা দিন’, ভোটের আগে ‘পাল্টা মারের’ হুঙ্কার মিঠুনের, কি বললেন কল্যাণ-কুণাল?

এর আগে বছরের শুরুতে তৃণমূলের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এই বিল (Aparajita Bill) দ্রুত পাশ করার অনুরোধ জানিয়েছিল। পরে তৃণমূলের মহিলা সাংসদরাও রাষ্ট্রপতির সঙ্গে প্রাতরাশের একটি অনুষ্ঠানে গিয়ে একই দাবি তোলেন। তখন তৃণমূল সূত্রে জানা গিয়েছিল, রাষ্ট্রপতি তাঁদের আশ্বস্ত করেছিলেন যে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।