Gold price: ক্রমাগত ঊর্ধ্বমুখী থাকার পর কমলো সোনার দাম, দেখুন আজকের রেট

Published on:

Published on:

Gold Price fall after continuous upward trend see today's rate

বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মানুষদের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছিলেন। তবে সপ্তাহের শেষে এক ধাক্কায় বেশ কিছুটা দাম কমলো হলুদ ধাতুর (Gold Price)। সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন আম জনতা থেকে স্বর্ণ ব্যবসায়ীরা।

দেখুন আজকের সোনার দরে কী বদল এসেছে? (Gold Price)

সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের।তেমনি সোনার দাম (Gold Price) কমলে হাঁফ ছেড়ে বাঁচেন আমি জনতা। এছাড়া মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দাম ওঠা পড়া লেগেই রয়েছে। আজ অর্থাৎ শনিবার ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত যাচ্ছে তা একনজরে দেখে নিন।শনিবার ২২ ক্যারেট ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৪৩৫ টাকা (-৪৫)। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৪৩৫০ (-৪৫০)। আজ ২৪ ক্যারেট ১ গ্ৰাম পাকা সোনার দাম ৯৯৩০ টাকা (-৪৫)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ৯৯৩০০ টাকা (-৪৫০)। ২৪ ক্যারেট ১ গ্ৰাম পাকা সোনার বাটের দাম ৯৮৮০ (-৪৫)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার বাটের দাম ৯৮৮০০ (-৪৫০)। সোনার পাশাপাশি রুপোর আজকের দাম, ১০০ গ্ৰাম খুচরো রুপোর দাম ১১৫৬০ টাকা(-৫)। ১ কেজি খুচরো রুপোর দাম ১১৫৬০০ টাকা (-৫০)। এছাড়াও আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম পড়বে ১১৫৫০ টাকা (-৫)। ১কেজি রুপোর বাটের দাম পড়বে ১১৫৫০০ টাকা (-৫০)।

Gold Price fall after continuous upward trend see today's rate

আরও পড়ুন: সুরাপ্রমীদের জন্য সুখবর! প্রধানমন্ত্রীর ব্রিটেন সফরের মাঝেই ভারতে কমল বিলেতি মদের দাম

গতকাল অর্থাৎ শুক্রবারের সোনা (Gold) ও রুপোর (Silver) দাম এক নজরে দেখে নিন। শুক্রবার ২২ ক্যারেট ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম পড়েছে ৯৪৮০ টাকা (-১৪৫)। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম পড়েছে ৯৪৮০০ টাকা (-১৪৫০)। শুক্রবার ২৪ ক্যারেট ১ গ্ৰাম পাকা সোনার দাম ছিল ৯৯৭৫ টাকা (-১৫০)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ছিল ৯৯৭৫০ টাকা (-১৫০০)। এছাড়াও ২৪ ক্যারেট ১ গ্ৰাম পাকা সোনার বাট কিনলে দিতে হয়েছে ৯৯২৫ টাকা (-১৫০)। ও ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার বাটের ক্ষেত্রে দিতে হয়েছে ৯৯২৫০ টাকা (-১৫০০)। এছাড়াও গতকাল খুচরো ১০০ গ্ৰাম রুপোর দাম ছিল ১১৫৬৫ টাকা (-৭৫)। ১ কেজি খুচরো রুপোর দাম ছিল ১১৫৬৫০ টাকা (-৭৫০)। পাশাপাশি, ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ছিল ১১৫৫৫ (-৭৫) ও ১ কেজি রুপোর বাটের দাম ছিল ১১৫৫৫০ (-৭৫০)।

উল্লেখ্য, ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। এছাড়াও সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন। হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS) হল এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা (Gold) কেনেন।