বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় রেলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের (Hydrogen Train) কোচ পরীক্ষায় সফল হল ভারত। এই ট্রেন তৈরি হচ্ছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF)। আর সেখানেই সম্প্রতি সম্পন্ন হল এর ট্রায়াল। পরীক্ষার পর একটি ভিডিও কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই শেয়ার করেন তাঁর এক্স (X) হ্যান্ডেলে।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হল হাইড্রোজেন ট্রেন (Hydrogen Train)
এই হাইড্রোজেন ট্রেন (Hydrogen Train) সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। ১২০০ হর্সপাওয়ার শক্তির এই ট্রেন চালাতে লাগবে না পেট্রোল বা ডিজেল। বরং পরিবেশ-বান্ধব হাইড্রোজেন জ্বালানিতেই চলবে ট্রেনটি। কোচ থাকবে মোট আটটি, যার দুই প্রান্তে থাকবে দুটি শক্তিশালী ইঞ্জিন।
চেন্নাইতেই চলবে প্রথম ট্রায়াল, আগস্টেই রেললাইনে নামছে ট্রেন
ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬-এর আগেই অর্থাৎ এই বছরের অগস্টের শেষভাগেই ট্রায়াল রান হবে চেন্নাইয়ের ভিলিভাক্কামে। ট্রায়াল সফল হলে প্রথম পর্যায়ে ট্রেনটি চালানো হবে নর্দার্ন রেলওয়ের অধীন জিন্দ-সোনিপত রুটে। ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই হাইড্রোজেন ট্রেন, যা লোকাল দূরত্বেও এক্সপ্রেস গতিতে যাত্রী পরিবহন করতে পারবে।
আরও পড়ুনঃ মঙ্গলা হাটের দিন ওই এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা, নবান্ন অভিযানে লাগাম টানল আদালত
৭০ হাজার কোটির প্রকল্পে ৩৫টি ট্রেন
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই রাজ্যসভায় ঘোষণা করেছেন, গোটা দেশে ৩৫টি হাইড্রোজেন চালিত ট্রেন (Hydrogen Train) চালানো হবে ধাপে ধাপে। প্রতিটি ট্রেন নির্মাণে ব্যয় হবে প্রায় ৮০ কোটি টাকা। আর গোটা পরিকাঠামো গড়ে তুলতে আনুমানিক ৭০ হাজার কোটি টাকা খরচ করবে রেল মন্ত্রক।
বিশ্বের গুটিকয়েক দেশেই এই প্রযুক্তি ব্যবহার হয়। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে ভারত। স্বচ্ছ জ্বালানির পথে আরও এক ধাপ এগিয়ে গেল দেশের রেল ব্যবস্থা।