বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি। শুক্রের সকালে তৃণমূল হেভিওয়েটদের বাড়িতে এজেন্সি হানা। পুরনিয়োগ দুর্নীতি মামলায় (municipality recruitment scam) এবার তৃণমূল বিধায়ক তাপস রায়ের (MLA Tapas Roy) বাড়িতেও পৌঁছে গেল ইডি। সূত্রের খবর, এদিন সকাল ৬.৪০ নাগাদ বিধায়কের বউবাজারের বাড়িতে হানা দিয়েছেন তদন্তকারীরা।
শাসকদলের বর্ষীয়ান নেতা তাপস রায় বর্তমানে বরানগরের বিধায়ক। সেই ২০১১ সাল থেকে তিনি বিধায়ক রয়েছেন। পাশাপাশি দলের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পদেও রয়েছেন তিনি। সূত্রের খবর সকাল সকাল বিবি গাঙ্গুলি স্ট্রিটে যে আবাসনে তাপসবাবু থাকেন সেখানে হানা দেয় ইডি। কিছুক্ষণ ডাকাডাকির পর গেট খুললে তারা ভেতরে চলে যান।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় বহু আগে থেকেই ইডির লিস্টে রয়েছে বরানগর পুরসভা। গত নভেম্বরে মাসে এই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য বরানগর পুরসভার চেয়ারপার্সনকে বরানগর পুরসভার চেয়ারপার্সন অর্পণা মৌলিক সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। বহুক্ষণ তাকে জেরা করে ইডি।
শুধু পুরপ্রধানই নয়, কেলেঙ্কারির অভিযোগে পুরসভার শিক্ষক, ক্লার্ক, গাড়িচালক মিলিয়ে এর আগে ৩২ জনকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। নিয়োগ দুর্নীতির আদলে এই পুরসভায় নিয়োগের ক্ষেত্রে ওএমআর শিট কারচুপি হয়েছিল বলে অভিযোগ সামনে আসে। এরপরই কোমর বেঁধে তদন্তে নামে সিবিআই। আর আজ বরানগরের বিধায়কের বাড়িতে ইডি হানা।
আরও পড়ুন: ‘সব সম্পত্তি শ্বশুর আর…’, পার্থকে নিয়ে বেফাঁস, এজেন্সিকে সমস্ত ‘সত্যি’ জানিয়ে দিলেন জামাই
ওদিকে কেবল তাপস একা নন, এদিন সাতসকালে দমকল মন্ত্রী সুজিত বসুর (Minister Sujit Boses) বাড়িতেও হানা দেয় ইডি। লেকটাউনে সুজিত বসুর বাড়িতে হানা দেয় ইডির একটি টিম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মন্ত্রীর বাড়িতে ঢোকেন গোয়েন্দারা। মজুত রয়েছে বিশাল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী। দমকল মন্ত্রীর শ্রীভূমির দুটি বাড়িতেই হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।
ওদিকে উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সলির সুবোধ চক্রবর্তীর বাড়িতেও শুক্রবার হানা দিয়েছে ইডি। বিরাটির খলিসাকোটা পল্লীতে কাউন্সলিরের বাড়িতে ইডি আধিকারিকরা। উল্লেখ্য, আগে উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান ছিলেন এই সুবোধ।