বাংলাহান্ট ডেস্ক : কিংবদন্তি গায়ক কিশোর কুমারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। দুটি অপশনের মধ্যে থেকে একটি বেছে নিয়েছেন তিনি। উল্লেখ্য, একই সময়ে দুটি মেগা বাজেট ছবির প্রস্তাব এসেছিল তাঁর কাছে। বেছে নিতে হত যে কোনও একটি। রণবীর (Ranbir Kapoor) সেটাই করেছেন।
রামায়ণ (Ranbir Kapoor) আর বায়োপিকের মাঝে রামায়ণ বাছলেন রণবীর
পরিচালক অনুরাগ বসু এক সাক্ষাৎকারে বলেন, কিশোর কুমার নাকি রামায়ণ, রণবীরের (Ranbir Kapoor) জন্য তাঁর জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত ছিল এটি আর অভিনেতার এই সিদ্ধান্তে খুশি পরিচালক বসু। রণবীর সরে দাঁড়াতে এবার প্রশ্ন উঠছে, কিশোর কুমারের বায়োপিকে তবে কে থাকবেন?
কে থাকবেন বায়োপিকে: বলিপাড়ায় তীব্র গুঞ্জন, আমির খানকে দেখা যেতে পারে অনুরাগ বসুর ছবিতে। ইদানিং নাকী ঘনঘন পরিচালকের সঙ্গে মিটিং করছেন তিনি। ইতিমধ্যেই ৪-৫ বার তাঁরা মিটিং করেছেন বলে খবর। রণবীর (Ranbir Kapoor) ছেড়ে যাওয়ার পরেই অনুরাগ বলেন, ছবিটি বিগত ১০ বছর ধরে বানানোর চেষ্টা করছেন তিনি। বহুবার ভেঙেছে গড়েছে। তাই সবকিছু ফাইনাল না হওয়া পর্যন্ত কিছু বলতে রাজি নন তিনি।
আরও পড়ুন : হাঁটুজলে ডুবে রাজ্য সড়ক, তার মধ্যেই শুয়ে পড়ে সাঁতার কেটে প্রতিবাদ BJP বিধায়কের! অভিনব ছবি চাকদায়
রামায়ণে মুখ্য চরিত্রে রণবীর: প্রসঙ্গত, নীতেশ তিওয়ারি রামায়ণে (Ranbir Kapoor) মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর। দুটি পার্টে মুক্তি পাবে রামায়ণ। প্রথম পার্টটি আসতে চলেছে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের দীপাবলির সময়। আর দ্বিতীয় পর্ব আসছে ২০২৭ এ। রিপোর্ট বলছে, এই দুই পর্বে অভিনয়ের জন্য নাকি ১৫০ কোটি টাকা হাঁকিয়েছেন রণবীর (Ranbir Kapoor)। সূত্রের খবর বলছে, রামায়ণের প্রথম পর্বের জন্যই ৭০-৭৫ কোটি টাকা নিয়েছেন তিনি। আর বাকি টাকা পরবর্তী পার্টের জন্য।
আরও পড়ুন : জিয়াগঞ্জে ছাপোষা জীবনযাপন, মাটির মানুষ অরিজিৎ এক একটি শোয়ের জন্য কত পারিশ্রমিক নেন জানেন?
আসন্ন রামায়ণ (Ramayana) ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর দিওয়ালির সময় মুক্তি পাবে রামায়ণ।