বাংলা হান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতাকে (Mamata Banerjee) তো সকলেই চেনেন। কিন্তু লেখিকা মমতার খোঁজ রাখেন কি? তিনি একাধারে যেমন দক্ষ নেত্রী অপরদিকে একজন লেখিকাও বটেন। আর এবার তো নিজের দেড়শোটি বইয়ের কথা ঘোষণা করলেন তিনি। আগামী বছরের মধ্যেই এই লক্ষ্য পূরণের টার্গেট নিয়েছেন বাংলার নেত্রী। বইমেলায় (Kolkata Book Fair) এসে নিজেই জানালেন সেই কথা।
চলতি বছরের বইমেলা অনুষ্ঠানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগের বার ১৩৬টা বই ছিল। এ বার ১৪৩টা হয়েছে। পরের বার আর সাতটা করে দেব, ১৫০ হয়ে যাবে।’ অর্থাৎ চলতি বছর মুখ্যমন্ত্রীর ৭টি বই প্রকাশিত হয়েছে। সেই সাথে তিনি এও জানালেন যে, তার প্রথম বই প্রকাশিত হয় ১৯৯৫ সালে। সেই হিসেবে আজ প্রায় ৪ দশকের কাছাকাছি তিনি বই এবং প্রকাশনার সাথে যুক্ত আছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন অনুষ্ঠান শুরু হয় সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে। এই নিয়ে চতুর্থ বারের মত ব্রিটেন থিমে সাজানো হয়েছে কলকাতার বইমেলা। সেখানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্স ইলিস সিএমজি, ব্রিটিশ কাউন্সিল অফ ইন্ডিয়ার ডিরেক্টর অ্যালিসন ব্যারেট এমবিই এবং সাহিত্যিক বাণী বসু।
আরও পড়ুন : এখনই মলদ্বীপ থেকে সরছে না ভারতীয় সেনা! সমাধান খুঁজছে দুই দেশই, জানাল ভারত
অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। সেই সাথে ভাষণ দিতে গিয়ে নিজের লন্ডনযাত্রার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি লন্ডনের প্রতিটি রাস্তা চিনি। ওখানে গিয়ে আমি কখনও গাড়িতে ঘুরি না। পায়ে হেঁটে ঘুরি। লন্ডন আমাদেরও শহর।’ সেই সাথে ব্রিটিশ ভারতে ইংরেজদের করা কাজেরও ভূয়সী প্রশংসা করলেন তিনি।
আরও পড়ুন : এখনই মলদ্বীপ থেকে সরছে না ভারতীয় সেনা! সমাধান খুঁজছে দুই দেশই, জানাল ভারত
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছর বইমেলায় মোট ২০টি দেশ অংশগ্রহণ করেছে। আজ অর্থাৎ ১৯ জানুয়ারি পালন হবে ‘ব্রিটেন ডে’। আগামিকাল পালন হবে ‘বাংলাদেশ দিবস’। এরপর আগামী ২১ জানুয়ারি পালন করা হবে ‘শিশু দিবস’। ঐদিন বাচ্চাদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজনও থাকবে বলে খবর। এরপর ২৪ জানুয়ারি দিনটি উদযাপন হবে প্রবীণ নাগরিকদের নিয়ে। ঐদিনের নাম দেওয়া হয়েছে ‘সিনিয়র সিটিজেন ডে’।