বাংলাহান্ট ডেস্ক : খরচের দিক থেকে রিলায়েন্স জিও অন্যান্য টেলিকম কোম্পানিকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। প্রথম থেকেই সস্তার রিচার্জ প্ল্যান এনে গ্রাহকদের মন জয় করে নিয়েছে রিলায়েন্স জিও। যতদিন গেছে ততই গ্রাহক সংখ্যা বৃদ্ধি হয়েছে জিওর। উন্নত টেকনোলজি ও সস্তার ডেটা প্ল্যান, এই দুই ছিল রিলায়েন্স জিওর প্রধান অস্ত্র।
ডেটা প্ল্যান সম্পর্কে বলতে গেলে যে জিনিসটা আমাদের প্রথমে মাথায় আসে সেটি হল তার বৈধতা। শুধু রিলায়েন্স জিও নয়, অন্যান্য টেলিকম সংস্থার মাসিক বৈধতার রিচার্জ প্ল্যান বলতে 28 দিন কিংবা ৩০ দিনের প্ল্যান উপলব্ধ। তবে অনেকেই চান একটানা ৩১ দিন বৈধতা সহ কোনও আকর্ষণীয় প্ল্যান।
আরোও পড়ুন : রাম মন্দির নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, ভাষণ দেওয়া বাম নেতাকে ধুয়ে দিল জনতা! ভাইরাল ভিডিও
যারা গোটা এক মাস অর্থাৎ ৩১ দিনের বৈধতা সহ রিচার্জ প্ল্যান খুঁজছেন তাদের জন্য রিলায়েন্স জিওর আকর্ষণীয় একটি প্ল্যান রয়েছে। এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে একটানা ৩১ দিনের বৈধতা পেয়ে যাবেন জিও গ্রাহকরা। এই প্ল্যানে জিও গ্রাহকদের মোট ৪৬.৫ জিবি ডেটা প্রদান করছে। গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবির উচ্চগতির ফোরজি ইন্টারনেট অ্যাক্সেস পাবেন।
এছাড়াও থাকছে আনলিমিটেড ট্রু ফাইভ জি ব্যবহারের সুবিধা। এই সুবিধা পাওয়ার জন্য জিও গ্রাহকদের রিচার্জ করতে হবে ২৫৯ টাকা দিয়ে। পাশাপাশি গ্রাহকরা আনলিমিটেড ফোন কলস ও প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধা পেয়ে যাবেন এই প্ল্যানে। এর সাথে থাকবে Jio TV, Jio Cinema এবং Jio ক্লাউডের বিনামূল্যে অ্যক্সেস।