বাংলাহান্ট ডেস্ক : সমাজ মাধ্যমের দৌলতে আজকাল অনেক ধরনের মজার ও ইনফরমেশনাল ভিডিও আমরা দেখতে পাই ঘরে বসেই। বিভিন্ন ধরনের মজাদার ভিডিও ভাইরালও (Viral) হয়। তবে এবার সমাজ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা নিয়ে অনেকেই বেশ উৎসাহী। মালদার (Malda) একটি ব্রিজের উপর দিয়ে ছুটে চলেছে রেল ইঞ্জিন।
সায়ন্তন বসাক নামের এক সমাজ মাধ্যম ব্যবহারকারী এই ভিডিওটি আপলোড করেছেন। এই ভিডিও আপলোড করে তিনি লিখেছেন, ‘ওয়েলকাম টু মালদা। আমি ছোট থেকেই ফ্লাইওভার যাই ট্রেন দেখার জন্য, কিন্তু…!!!’ এই ভিডিওটি এখন সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। বহু মানুষ ইতিমধ্যে এই ভিডিওটি দেখেও ফেলেছেন। অনেকেই আবার করেছেন মজাদার কমেন্ট।
আরোও পড়ুন : ‘কারও কাছে কখনও কিছু চাইনি’, ‘পদ্মভূষণ’ পেয়ে আপ্লুত মিঠুন চক্রবর্তী, আবেঘন বার্তা মহাগুরুর
সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ফ্লাইওভারের নিচ দিয়ে রেললাইন চলে গেছে। সেখান থেকে একটি ট্রেন যাচ্ছে নিজের গন্তব্যে। আচমকা দেখা যায় ফ্লাইওভারের উপর রেললাইন ছাড়াই একটি রেল ইঞ্জিন ছুটে চলে যাচ্ছে। প্রথমে অনেকেই এই ভিডিওটি দেখে চমকে উঠেছিলেন।
অনেকেই ভেবেছিলেন এটি হয়ত সত্যি ঘটনা। তবে অনেক সমাজ মাধ্যম ব্যবহারকারী বলেছেন এটি এডিটিং এর কামাল মাত্র। বিশেষ ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করে এই কান্ড ঘটানো হয়েছে। বিভিন্ন ধরনের মন্তব্যে ভরে উঠেছে এই ভিডিওর কমেন্ট বক্স। এক জন ব্যবহারকারী যেমন মজা করে লিখেছেন, বাস নয়, এবার থেকে তাড়াতাড়ি যাওয়ার জন্য ফ্লাইওভারের উপর ট্রেন ধরলেই চলবে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার