বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার বাংলায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তার আগে বিহারবাসীর জন্য একাধিক পরিকাঠামোগত উন্নয়নের কথা জানালেন তিনি। সূত্র মারফত জানা গিয়েছে, সেতু থেকে শুরু করে বিদ্যুৎকেন্দ্র, এমনকি স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্ত সব কিছুরই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
নতুন সেতু সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মোদী (Narendra Modi)
প্রসঙ্গত, উত্তর ও দক্ষিণ বিহারের মাঝে সাত দশক পুরনো জরাজীর্ণ সেতুর বিকল্প তৈরি করে দিয়েছে কেন্দ্র। যা উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর (Narendra Modi) হাত ধরে। জাতীয় সড়ক ৩১-এর উপর দীর্ঘ ৮.১৫ কিলোমিটার আন্টা-সীমারিয়া সেতু প্রকল্প তৈরিতে মোট খরচ পড়েছে ১ হাজার ৮৭০ কোটি টাকা। যা জুড়ে দেবে বিহারের পটনা এবং বেগুসারাইকে। পুরনো রাজেন্দ্র সেতু দীর্ঘদিন ধরে যানজট ও ভারবহন সমস্যা তৈরি করেছিল। নতুন সেতু তৈরি হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
PIB সূত্রে জানা গিয়েছে, বিহারের বিদ্যুৎ পরিকাঠামোকেও আরও মজবুত করতে চলেছেন মোদী (Narendra Modi)। উদ্বোধন হবে ‘বক্সার থার্মল পাওয়ার প্ল্যান্ট’। যা তৈরিতে মোট খরচ পড়েছে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকার অধিক। এই প্রকল্প চালু হলে উত্তর ভারতের একাধিক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে বলে দাবি কেন্দ্রের।
এছাড়াও রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নেও মুজাফ্ফরপুরে একটি ক্যানসার হাসপাতাল ও রিসার্চ সেন্টার উদ্বোধন করতে চলেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের মতে, এই হাসপাতাল চালু হলে বিহার ও ঝাড়খণ্ডের হাজার হাজার ক্যানসার রোগী চিকিৎসার জন্য আর দিল্লি বা কলকাতায় যেতে বাধ্য হবেন না।
অর্থাৎ, বাংলায় সফরের আগে বিহারবাসীর জন্য একাধিক বড় উপহার নিয়ে হাজির হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং স্বাস্থ্য পরিকাঠামোর এই তিনটি প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে রাজ্যের উন্নয়নযাত্রায় নতুন অধ্যায় রচনা করতে চলেছেন তিনি।