‘জন্মের আগেই অভিষেককে নোটিস দিয়েছে ED’, কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মমতার

বাংলা হান্ট ডেস্কঃ আগেই জানিয়েছিলেন বকেয়া না মেটালে ধর্নায় বসবেন। সেই মতই কেন্দ্রীয় বকেয়ার দাবিতে শুক্রবার থেকে ধর্নায় বসলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বারংবার টাকা চেয়ে, মিটিং, বৈঠক করেও সমস্যার সুরাহা না হওয়ায় শুক্রবার থেকে ৪৮ ঘণ্টার জন্য ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো। রেড রোডে অম্বেডকর মূর্তির সামনের সেই ধর্না থেকে কেন্দ্র সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জোর আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে অভিষেকের (Abhishek Banerjee)। সেই ইস্যুতে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারীর মুখোমুখি হয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এবার অভিষেককে ইডির নোটিস দেওয়া নিয়ে মারাত্মক অভিযোগ মমতার। ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, অভিষেক যখন জন্মায়নি, তখনই ইডি (ED) নোটিস পাঠিয়েছে।

ধরনামঞ্চ থেকে মমতা বলেন, ”বুঝুন! ওরা আমার কাছে ২০০৩ সালের হিসাব চাইছে। তখন এই দলটা শিশু। অভিষেককে একটা চিঠি দিয়েছে, সেই সময় অভিষেক জন্মায়নি। আমি কেন ২০০৩ সালের দায়িত্ব নিতে যাব? আমি ২০১১ সালের পর থেকে দায়িত্ব নেব।”

প্রসঙ্গত, কয়লা পাচার থেকে নিয়োগ দুর্নীতি এই দুই মামলায় একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্নের মুখে পড়েছেন অভিষেক। কখনও ইডি, তো কখনও সিবিআই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ৯/১০ ঘণ্টা ধরেও জেরা করেছেন তদন্তকারীরা। আর প্রতিবারই জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একহাত নিয়েছেন অভিষেক।

mamata

আরও পড়ুন: রেশন দুর্নীতির সমস্ত মামলা সিবিআই কেই দিয়ে দেওয়া হোক! হঠাৎ আর্জি নিয়ে হাইকোর্টে ED

এদিকে অভিষেককে সমন করা নিয়ে আগেও বহুবার কেন্দ্রীয় সরকার সহ এজেন্সিকে তোপ দেগেছেন মমতা। আর এবার ইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে সরব তৃণমূল নেত্রী। মমতার কথায়, জন্মের আগেই অভিষেককে নোটিস দিয়েছে ইডি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর