বাংলা হান্ট ডেস্কঃ ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগে আরও একধাপ এগোল দেশ। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ঘোষণা করলেন, ২০২৫ সালের শেষে বাজারে আসবে ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত সেমিকন্ডাক্টর চিপ। পাশাপাশি দ্রুত গতিতে এগোচ্ছে ‘মেড ইন ইন্ডিয়া ৬জি’ নেটওয়ার্ক তৈরির কাজও।
এদিন প্রধানমন্ত্রী বলেন, “অনেক আগেই, প্রায় ৫০-৬০ বছর আগে থেকেই ভারতে সেমিকন্ডাক্টর তৈরির কাজ শুরু হতে পারত। কিন্তু ভারত সেই সুযোগ হারিয়েছে। বহু বছর ধরে একই অবস্থা চলেছে। কিন্তু আমরা সেই পরিস্থিতি বদলেছি। দেশে ইতিমধ্যেই সেমিকন্ডাক্টর তৈরির কারখানা তৈরি শুরু হয়ে গেছে।” প্রধানমন্ত্রী আরও জানান, চলতি বছরের শেষেই বাজারে আসবে প্রথম দেশীয় চিপ। এটি ভারতের প্রযুক্তি খাতে যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
৬জি নেটওয়ার্কের পথে ভারত, ঘোষণা প্রধানমন্ত্রীর (Narendra Modi)
দেশের টেলিকম খাতের উন্নতির কথা তুলে ধরে এদিন মোদী (Narendra Modi) আরও বলেন যে, “আমরা দ্রুতগতিতে মেড ইন ইন্ডিয়া ৬জি নিয়ে কাজ করছি।” ভারতকে বিশ্বের প্রযুক্তি মানচিত্রে শীর্ষে নিয়ে যেতেই এই পদক্ষেপ বলে জানালেন তিনি। ৫জি চালু হওয়ার মাত্র কয়েক বছরের মধ্যেই ৬জি নেটওয়ার্কে কাজ শুরু হওয়া নিঃসন্দেহে দেশের জন্য বড় অগ্রগতি।
প্রধানমন্ত্রী (Narendra Modi) ভারতের ইলেকট্রিক ভেহিকল খাতের উন্নতিও তুলে ধরেন। তিনি বলেন, “ভারত এখন ১০০টি দেশে ইলেকট্রিক যান (EV) রফতানির প্রস্তুতি নিচ্ছে।” তিনি আরও জানান, আগামী ২৬ অগস্ট এই সংক্রান্ত একটি বড় কর্মসূচি অনুষ্ঠিত হবে। ফলে বিশ্বের বাজারে ভারতীয় ইভি-র অবস্থান আরও মজবুত হবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ ৩৫৮ কোটি টাকার চুক্তি শেষ, এশিয়া কাপের আগেই বড়সড় ধাক্কা ভারতীয় ক্রিকেট টিমে!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এদিন দেশের অর্থনীতির সামগ্রিক উন্নয়ন নিয়েও আশাবাদী বক্তব্য রাখেন। তিনি বলেন, “ভারত সবসময় ‘রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম’-এর পথে চলে। আমরা স্থির জলে পাথর ছুঁড়ে বসে থাকি না, আমরা সেই মানুষ, যারা দ্রুত বইতে থাকা স্রোতকে বদলে দিতে পারি।” প্রধানমন্ত্রীর মতে দেশীয় প্রযুক্তি, টেলিকম ও ইলেকট্রিক যান শিল্পের এই সাফল্য নিঃসন্দেহে ভারতের অর্থনৈতিক ভবিষ্যতকে আরও শক্তিশালী করবে।