বাংলাহান্ট ডেস্ক : পর্যটকদের জন্য বড় সুখবর দিল ভারতীয় রেল। রেলের এই নতুন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। অসংখ্য মানুষ রয়েছেন যারা যাতায়াতের জন্য নির্ভরশীল রেলের উপর। বিশেষ করে ঘুরতে যাওয়ার জন্য অধিকাংশ মানুষ প্রথম পছন্দ করেন রেলকে। দ্রুত ও সস্তায় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সেরা বিকল্প হল রেল।
এবার রেলের পক্ষ থেকে পর্যটকদের জন্য বড় উপহার নিয়ে আসা হল। উত্তরবঙ্গের একটি ট্রেনের এসি কোচ বাড়ানো হল। অতিরিক্ত যাত্রী ভিড় সামলাতে রেল এই সিদ্ধান্ত নিয়েছে। শীত বিদায় নিতে চলেছে। আর কিছুদিন পরই শুরু হয়ে যাবে বসন্তের আনাগোনা। এই সময়টাতে বহু পর্যটক ঘুরতে যান উত্তরবঙ্গে। মূলত পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়তে থাকবে এই সময়টাতে।
আরোও পড়ুন : অবশেষে চালু হচ্ছে হাওড়া-বারাণসী বন্দে ভারত, কবে থেকে ছুটবে? মুখ খুলল ভারতীয় রেল
উত্তরবঙ্গ যাওয়া প্রতিটা ট্রেনের টিকিটের চাহিদা এখন তুঙ্গে। যাত্রীদের কথা মাথায় রেখে রেল কোচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তিস্তা তোস্তা এক্সপ্রেসের। মালদহ দিঘা এক্সপ্রেস ট্রেনের কোচ বৃদ্ধি করারও সিদ্ধান্ত নিয়েছে রেল। কোচ সংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে দিঘায় ঘুরতে যাওয়া পর্যটকদের বেশ খানিকটা সুবিধা হবে।
সূত্রের খবর, ১৩১৪১/১৩১৪২ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোস্তা এক্সপ্রেসে একটি এসি ৩ টিয়ার এবং একটি অতিরিক্ত কম্পোজিট এসি কোচ যুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে গত ৩১ শে জানুয়ারি থেকে। এছাড়াও স্থায়ীভাবে একটি অতিরিক্ত সাধারণ কোচ যুক্ত করা হয়েছে ১৩১৪৮/১৩১৪৭ মালদহ-দিঘা- মালদহ এক্সপ্রেসে।