কলকাতা মেট্রোয় বড় বদল, চিন থেকে এল ঝাঁ চকচকে ডালিয়ান রেক, অন্য এসি কোচের সঙ্গে পার্থক্য কোথায়?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রোয় (Kolkata Metro) নতুন নতুন বদল এসে চলেছে। বিভিন্ন রুট সম্প্রসারণ হচ্ছে, একাধিক স্টেশন এবং রেকে রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে। এর মাঝেই শহরে এসে পৌঁছাল নতুন মেট্রো কোচ। বছর দুই আগেই নর্থ সাউথ সেকশনে এই মেট্রো (Kolkata Metro) রেকের বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘদিন এই রেক নিয়ে পরীক্ষাও চলেছিল। নতুন আসা রেকের উপরেও প্রথমে পরীক্ষামূলক রান হবে, তারপর যাত্রী পরিষেবা চালু হবে বলে জানা যাচ্ছে।

কলকাতা মেট্রোর (Kolkata Metro) জন্য এসে পৌঁছাল ডালিয়ান রেক

মঙ্গলবার চিন থেকে কলকাতা বন্দরে এসে পৌঁছেছিল বিশেষ ডালিয়ান রেক (Dalian Metro Rake)। মোট ৪৮ টি কোচ এসে পৌঁছেছে। আটটি কোচ হিসেবে ছটি রেকের সমান। জানা গিয়েছে, ১১০ মিটার লম্বা এবং ২০ মিটার চওড়া জাহাজের খোলে কোচগুলি এসে পৌঁছেছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে। এবার একটি ডিজেল ইঞ্জিনের সাহায্যে। নোয়াপাড়া কারশেডে পাঠানো হবে কোচগুলিকে।

New Dalian rake came in Kolkata Metro

কী কী সুবিধা রয়েছে এই রেকে: ইতিমধ্যেই কলকাতা মেট্রোয় (Kolkata Metro) মোট ৫ টি ডালিয়ান রেক রয়েছে। মেট্রোর অন্যান্য রেকগুলির তুলনায় এই রেকগুলি অনেক বেশি আধুনিক। কোন দিক দিয়ে আলাদা এই ডালিয়ান রেকগুলি (Kolkata Metro)? জানা যাচ্ছে, যাত্রী সুবিধার কথা মাথায় রেখে ডিস্ক ব্রেক সিস্টেম রাখা হয়েছে। ইভ্যাকুয়েশন ডোর রাখা হয়েছে এই রেকে, যা অনেক চওড়া। দরজার সামনে যাতে যাত্রীরা ধরে দাঁড়াতে পারেন, তার জন্য পর্যাপ্ত বন্দোবস্ত রয়েছে। অ্যান্টি স্কিড রবার ফ্লোরিং, হুইল চেয়ার পার্কিং এর সুবিধাও রয়েছে এই ডালিয়ান রেকে।

আরও পড়ুন : ৩০ টাকায় ভাগ্যবদল! এক টিকিটেই কোটিপতি, আনন্দে ভাসছেন পূর্ব বর্ধমানের লরি চালক

অন্য কোচের তুলনায় সুবিধা আরও বেশি: অন্যান্য এসি রেকের তুলনায় ডালিয়ান রেক দরজা আরও বেশি চওড়া। সেই সঙ্গে এয়ার ডিফিউজার, উন্নতমানের অ্যালার্ম সিস্টেম রয়েছে ডালিয়ান রেকে (Kolkata Metro)। শীততাপনিয়ন্ত্রণ ব্যবস্থাও আগের থেকে উন্নত বলে জানা গিয়েছে। যাত্রী সুবিধা, স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা সবদিক থেকেই এই রেক অন্যান্য এসি মেট্রো রেকের তুলনায় আলাদা বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : ৩০-এর কোটাতেই স্ট্রোকের ঝুঁকি! হাসপাতালে কাটিয়ে এলেন সায়ন্তনী, কীভাবে সাবধান হবেন?

২০১৯ সালে প্রথমবার চিনের ডালিয়ান রেক আসে কলকাতায়। তারপর দফায় দফায় চলে ট্রায়াল রান। চার বছর পর ২০২৩ সালে প্রথম ডালিয়ান রেকে শুরু হয় যাত্রী পরিষেবা। আর এবার কলকাতা মেট্রোতে আরও বাড়তে চলেছে এই অত্যাধুনিক রেক।