Jio-Airtel-Vi-র উড়ল ঘুম! প্রতিদিন ২ জিবি ডেটার দুর্ধর্ষ প্ল্যান নিয়ে এল BSNL, দাম মাত্র এত টাকা

Published on:

Published on:

Recharge Plan BSNL more data at lower cost! Jio-Vodafone's new plans are a hit

বাংলা হান্ট ডেস্ক: বিএসএনএল টেলিকম কোম্পানি এবার প্রতিযোগিতায় নেমেছে বাকি সব টেলিকম কোম্পানির সঙ্গে (Recharge Plan)। সম্প্রতি মাত্র ২০০ টাকার নিচে দারুন রিচার্জ প্ল্যান এর সুবিধা দিচ্ছে বিএসএনএল (BSNL)। কোম্পানি তাদের নতুন রিচার্জ প্লানে এই নতুন প্যাকটি নিযুক্ত করেছে। এবার পুজোর আগে আরও একটি দারুণ প্ল্যান নিয়ে আসলো বিএসএনএল (BSNL)। আপনি এবার প্রিপেড প্ল্যানে মাত্র ৪৮৫ টাকা রিচার্জ করলে প্রতিদিন পাবেন ২ জিবি হাই স্পিড ডেটা। আর এই অফারের ফলে বাকি সব টেলিকম কোম্পানির মাথায় হাত পরেছে।

কম খরচে বেশি ডেটা! নতুন প্ল্যানে ঘুম উড়ল জিও-ভোডাফোনের(Recharge Plan)

আপনি যদি বিএসএনএল (BSNL) গ্রাহক হন। তাহলে আপনার জন্য রয়েছে সুসংবাদ। এবার বাকি টেলিকম সংস্থাগুলির সঙ্গে টক্কর দিতে প্রতিযোগিতায় নামছে বিএসএনএল (BSNL)। সূত্রের খবর এবার ৪৮৫ টাকার দারুন প্রিপেড রিচার্জ প্ল্যান বাজারে নিয়ে এসেছে বিএসএনএল (BSNL)। কোম্পানি এনেছে এই মোবাইল রিচার্জ প্লানটি‌। এবার আপনিও যদি বিএসএনএল গ্ৰাহক হন। তাহলে জেনে নিন কী কী সুবিধা আপনি পাবেন এই নতুন রিচার্জ প্ল্যানে। নতুন এই প্লেনে গ্রাহকেরা প্রতিদিন ২ জিবি ডেটার পাশাপাশি পাবে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন ১০০ টি করে এসএমএস এর সুবিধা। তবে নির্দিষ্ট ডাটা সীমা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে দাঁড়াবে ৪০ কেবিপি এস-এ। এরপর এই প্ল্যানের মেয়াদ হবে ৭২ দিন।

Recharge Plan BSNL more data at lower cost! Jio-Vodafone's new plans are a hit

আরও পড়ুন: প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৪ টি খাবার! নিয়ন্ত্রণে থাকবে ডায়াবিটিস

জিও ৭৪৯ টাকার প্ল্যান: রিলায়েন্স জিও ৭৪৯ টাকার প্রিপেড প্ল্যানে প্রতিদিন দিচ্ছে টু জিবি হাই স্পিড ডেটা। এর পাশাপাশি থাকছে আনলিমিটেড কল ও ৬১ এসএমএস এর সুবিধা। অতিরিক্ত কুড়ি জিবি ডাটা যেটি একেবারে বিনামূল্যে দেওয়া হচ্ছে। ৯০ দিনের জন্য জিও হটস্টার মোবাইলও টিভির এক্সেস। এর পাশাপাশি পাচ্ছেন- ফ্রিল্যান্স ডিজিটাল এ নির্বাচিত ইলেকট্রনিক পণ্যের উপর ৩৯৯ টাকা। AJIO থেকে হাজার টাকা কেনাকাটা করলে ২০০ টাকার ছাড়। Zoomato গোল্ড পাচ্ছেন তিন মাসের জন্য। Jio Saavn pro পাচ্ছেন এক মাসের জন্য। ছয় মাসের জন্য পাচ্ছেন Netmeds First এর সদস্যপদ। জিও ফাইন্যান্সের মাধ্যমে জিও গোল্ড এ ২% অতিরিক্ত সুবিধা পাবেন।

ভোডাফোন আইডিআর ৭১৯ টাকার প্ল্যান: ভোডাফোনের এই প্ল্যানে আপনি পাবেন ৭২ দিনের বৈধতা। এতে আপনি প্রতিদিন ১ জিবি করে ডেটা পাবেন। যা অন্যান্য টেলিকমের তুলনায় অনেকটাই কম। এর পাশাপাশি পাবেন আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ টি করে এসএমএস।

তবে সব মিলিয়ে ডেটা ব্যবহারকারীদের কাছে বিএসএনএল এর এই প্ল্যানটি সাশ্রয় বিকল্প বলে মনে করছে। আর এর ফলে মাথায় হাত পড়েছে জিও ভোডাফোনের মতন বাকি টেলিকম সংস্থাগুলির।