পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড়রা পান নামমাত্র বেতন, রোহিতদের কাছে পাত্তা পাবেন না বাবরেরা

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই BCCI (Board Of Control For Cricket in India)-এর তরফে ভারতীয় ক্রিকেট তারকাদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে বিভিন্ন গ্রেডের পরিপ্রেক্ষিতে মোট ৩০ জন ক্রিকেটারের নাম এই চুক্তিতে পরিলক্ষিত হয়েছে। তবে, এক্ষেত্রে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই চুক্তিতে স্থান পাননি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং ঈশান কিষান (Ishan Kishan)।

এদিকে, আমরা যদি পড়শি দেশ পাকিস্তানের এই কেন্দ্রীয় চুক্তির দিকে তাকাই সেক্ষেত্রে ২০২৩ সালের ২০ অক্টোবর এই চুক্তি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ওই চুক্তিতেও মোট ৩০ জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে, ওই দুই দেশের চুক্তির পরিপ্রেক্ষিতে খেলোয়াড়দের বেতনের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। এমতাবস্থায়, চলুন জেনে নিই যে, কেন্দ্রীয় চুক্তির আওতায় ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের কত বেতন দেওয়া হয় এবং দুই দেশের মধ্যে খেলোয়াড়দের বেতনের ঠিক কতটা পার্থক্য রয়েছে?

Players get nominal salary in Pakistan central contract

উল্লেখ্য যে, আন্তর্জাতিক মঞ্চে ভারত ও পাকিস্তান দুই দলই ক্রিকেটের বড় নাম হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি, উভয় দলেই একাধিক জনপ্রিয় ক্রিকেট তারকা রয়েছেন। এমতাবস্থায়, পাকিস্তানের চুক্তি অনুযায়ী ৩০ জন খেলোয়াড়কে মোট চারটি গ্রেডে ভাগ করা হয়। যার মধ্যে “A” গ্রেডের ক্রিকেটাররা প্রতি মাসে পান ১৫ হাজার ৯০০ ডলার বা প্রায় ১৩ লক্ষ ১৮ হাজার টাকা।

আরও পড়ুন: ফুল ফর্মে ভারত! ১.২৬ লক্ষ কোটি টাকার ৩ টি সেমিকন্ডাক্টর প্ল্যান্টের অনুমোদন সরকারের, সঙ্গী টাটা গ্রুপ

পাশাপাশি, “B” গ্রেডের ক্রিকেটাররা পান ১০ হাজার ৬০০ ডলার বা প্রায় ৮.৭৯ লক্ষ টাকা। এর পাশাপাশি “C” ও “D” গ্রেডে যাঁরা আছেন তাঁরা প্রতি মাসে ২,৬৫০ থেকে ৫,৩০০ ডলার বা প্রায় ২.১৯-৪.৩৯ লক্ষ টাকা পান। উল্লেখ্য যে, পাকিস্তানে “A” গ্রেডে রয়েছেন ৩ জন খেলোয়াড়। যাঁদের মধ্যে রয়েছেন বাবর আজম। পাশাপাশি, “B” এবং “C” গ্রেডে রয়েছেন যথাক্রমে ৭ এবং ৪ জন খেলোয়াড়। এছাড়াও, “D” গ্রেডে রয়েছেন ১৬ জন খেলোয়াড়।

আরও পড়ুন: তরতরিয়ে এগোচ্ছে ভারতীয় অর্থনীতি! তৃতীয় ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার ৮.৪ শতাংশ, সংশোধন পূর্বাভাস

ভারতের খেলোয়াড়দের বেতন: এবারে আসি ভারতীয় ক্রিকেটারদের বেতনের প্রসঙ্গে। গ্রেড “A+”- অন্তর্ভুক্ত খেলোয়াড়দের প্রতি বছর ৭ কোটি টাকা দেওয়া হয়। অর্থাৎ প্রতি মাসে এই পরিমাণ হল ৫৮.৩ লক্ষ টাকা। পাশাপাশি, গ্রেড “A” ক্রিকেটাররা বছরে পান ৫ কোটি টাকা। এদিকে, “B” গ্রেডের ক্রিকেটাররা ৩ কোটি এবং “C” গ্রেডের ক্রিকেটাররা পান ১ কোটি টাকা করে। উল্লেখ্য যে, ভারতের তালিকা অনুযায়ী গ্রেড “A+”-এ অন্তর্ভুক্ত রয়েছেন ৪ জন খেলোয়াড়। গ্রেড “A”-তে রয়েছেন ৬ জন খেলোয়াড়। পাশাপাশি, “B” এবং “C” গ্রেডের মধ্যে রয়েছেন যথাক্রমে ৫ এবং ১৫ জন খেলোয়াড়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর