বাংলা হান্ট ডেস্ক: পুজো আসতে বাকি মাত্র আর চারটেই দিন। শেষ সময়ে শপিং চলছে জোরকদমে। জামা কাপড় কেনার পাশাপাশি কেনা হচ্ছে মেকাপের জিনিসপত্র। কিন্তু পুজোর সময় যদি মুখে ব্রণ বেরোয়। তখন কি করবেন ভেবেছেন? এরকম সমস্যার সম্মুখীন সকলেই আমরা কমবেশি পড়ি। বিশেষ কোন দিনে কোন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মুখে লাল রঙের ব্রণ দেখা দেয়। তবে এই উৎসবের সময় যাতে এই সমস্যা না হয় তার জন্য এই কয়দিন মেনে চলুন এই নিয়ম গুলো (Skin Care)।
ব্রণ এড়াতে পুজোর আগে জানুন বিশেষ নিয়মগুলি (Skin Care)
ত্বকের যত্ন (Skin Care) নেওয়ার জন্য প্রয়োজন সুস্থ ডায়েটের। যার ফলে খাবারদাবার নিয়ে সচেতন থাকা একান্ত প্রয়োজন। কারণ পুজোর সময় খাওয়া দাওয়ায় অনিয়ম হবে। তাই পুজোর আগে ডায়েটের দিকে নজর রাখুন। ব্রণ কমাতে হলে এইকদিন ভাজা, প্রক্রিয়াজাত খাবার একেবারেই ছুঁয়ে দেখবেন না। এর পাশাপাশি ব্রণ দূর করতে হলে দুধ ও দুধের তৈরি খাবার এড়িয়ে চলা ভালো।
আরও পড়ুন: রেকর্ড উপস্থিতির বছর উচ্চ মাধ্যমিকে, ৩১ অক্টোবর ফলপ্রকাশের সম্ভাবনা
ব্রণ বেশি হয় অতিরিক্ত মানসিক চাপের ফলে অথবা ঘুম কম হলে। কিন্তু পুজোর আগে এই দুটো কম হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। তবে নিজের যত্ন নিতে ভুলবেন না। যতটা সম্ভব মানসিক চাপ নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করুন। এর পাশাপাশি রাতে ৭-৮ ঘন্টা করে ঘুমোনোর চেষ্টা করুন।
পুজোর দিনগুলিতে ভালোভাবে মেকআপ (MakeUp) করা যেমন বাধ্যতামূলক। তেমনই তার আগে ত্বকের যত্ন নিতে হবে। তাই মেকআপ করলে পরে প্রথমে ক্লিনজিং অয়েল বা মিল্ক দিয়ে মেকআপটি তুলে নিন। এরপর ফেসওয়াশ দিয়ে ভালোভাবে মুখটি ধুয়ে নিন। মেকাপের অবশিষ্ট থাকবে না। ফলে কোন ব্রেক আউট হবে না।
এছাড়া পূজোর সময় নতুন কোন ধরনের প্রোডাক্ট ব্যবহার করবেন না। কারণ সেনসিটিভ বা ব্রণ প্রবন ত্বক হলে এই ধরনের নতুন প্রোডাক্ট ব্যবহার করলে ত্বকে সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময় বারোমাস যে প্রোডাক্ট ব্যবহার করেন সেটি ব্যবহার করুন ( Skin Care)।