বাংলাহান্ট ডেস্ক: আগেই অতিরিক্ত শুল্ক চাপিয়ে ভারতকে (India) বেকায়দায় ফেলতে চেয়েছিল আমেরিকা। এবার আবার নতুন রক্তচক্ষু H1B ভিসা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে আচমকা ঘোষণা করেছেন, এখন থেকে এইচ-১বি ভিসার জন্য আবেদনকারীদের ১ লক্ষ মার্কিন ডলার ফি দিতে হবে। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়বে বিদেশি পেশাদারদের উপর, বিশেষত তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত ভারতীয়দের জন্য। দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় আইটি পেশাদারদের অন্যতম প্রধান কর্মক্ষেত্র হলেও, হঠাৎ ফি বাড়ার খবর দেশটির হাজার হাজার কর্মী ও তাদের পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
ভারতের (India) পাশে দাঁড়াল জার্মানি:
তবে এই পরিস্থিতিকে এক ভিন্নভাবে সুযোগ হিসেবে দেখছে জার্মানি। ভারতের (India) প্রতি সরাসরি আহ্বান জানিয়ে বার্তা দিয়েছেন জার্মানির রাষ্ট্রদূত ড. ফিলিপ একারমান। এক ভিডিও বার্তায় তিনি ভারতীয়দের উদ্দেশে বলেন, “জার্মানি প্রস্তুত। আপনারা চলে আসুন। এখানে স্থিতিশীল নীতি, উজ্জ্বল ভবিষ্যৎ এবং অসংখ্য সুযোগ অপেক্ষা করছে।” এক্স (পূর্বে টুইটার)–এ প্রকাশিত ভিডিওটির সঙ্গে তিনি একটি লিঙ্কও শেয়ার করেছেন, যেখানে জার্মানিতে চাকরি ও অভিবাসন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া আছে।
আরও পড়ুন:কাঁটা দিয়ে কাঁটা তোলার পরিকল্পনা! ডেঙ্গু প্রতিরোধে এই দেশে খোলা হল মশা তৈরির কারখানা
ভিডিও বার্তায় একারমান স্পষ্ট করে জানিয়েছেন, “আমি ভারতের (India) সব উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাদারদের আমন্ত্রণ জানাচ্ছি—আপনি যদি তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান, প্রযুক্তি কিংবা ম্যানেজমেন্ট ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন, তবে জার্মানি আপনার জন্য হতে পারে সেরা জায়গা।” তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে জার্মানিতে কর্মরত ভারতীয়রা গড়ে জার্মান নাগরিকদের থেকেও বেশি আয় করছেন। তাঁর মতে, এই বিষয়টি ভারতীয়দের কঠোর পরিশ্রম, প্রতিভা এবং অবদানের স্বীকৃতি বহন করে।
Here is my call to all highly skilled Indians.
Germany stands out with its stable migration policies, and with great job opportunities for Indians in IT, management, science and tech.
Find your way to Germany to boost your career: https://t.co/u5CmmrHtoF pic.twitter.com/HYiwX2iwME
— Dr Philipp Ackermann (@AmbAckermann) September 23, 2025
রাষ্ট্রদূতের বক্তব্যে আরও উঠে আসে, ভালো বেতন কেবল ব্যক্তিগত পরিশ্রমের মর্যাদা দেয় না, এটি প্রমাণ করে যে ভারতীয়রা (India) জার্মান সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁর দাবি, জার্মানিতে সুযোগ এবং সম্ভাবনার ক্ষেত্র ক্রমশ বাড়ছে, এবং ভারতীয়দের দক্ষতা এই শূন্যস্থান পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। তার রেশ কাটতে না কাটতে ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নীতি ভারতীয়দের বিপাকে ফেলেছে। এইচ-১বি ভিসা দীর্ঘদিন ধরেই ভারতের (India) আইটি পেশাদারদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করার প্রধান ভরসা। প্রতিবছর হাজার হাজার ভারতীয় এই ভিসার মাধ্যমে আমেরিকার টেক কোম্পানিগুলিতে কাজ করতে যান। কিন্তু ট্রাম্প প্রশাসনের কড়া নীতির ফলে এবার সে পথ আরও কঠিন হয়ে উঠল। অন্যদিকে, জার্মানি তুলনামূলকভাবে উন্মুক্ত এবং দক্ষ অভিবাসীদের জন্য সহজ সুযোগের দিকেই ইঙ্গিত করছে।

আরও পড়ুন:রয়েছে গুরুতর অভিযোগ! ক্রিকেট থেকে আমেরিকাকে নির্বাসিত করল ICC
বিশেষজ্ঞদের মতে, আমেরিকার পরিবর্তিত নীতিতে ভারতীয় পেশাদারদের মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা জার্মানির মতো ইউরোপীয় দেশের জন্য এক বড় সুযোগ হয়ে উঠতে পারে। বর্তমানে ইউরোপে প্রযুক্তি খাত, গবেষণা, বিজ্ঞান ও ব্যবস্থাপনায় দক্ষ কর্মীর চাহিদা দ্রুত বাড়ছে। এমন পরিস্থিতিতে ভারতের (India) প্রতি জার্মানির এই সরাসরি আহ্বান নিঃসন্দেহে এক বড় বার্তা।
ফলে, আমেরিকার কঠোর নীতি ভারতীয় (India) পেশাদারদের জন্য ধাক্কা হলেও, জার্মানির এই উন্মুক্ত আহ্বান অনেকের কাছে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এখন দেখার বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করা ভারতীয়দের কতজন এই সুযোগের দিকে ঝুঁকবেন।