‘তৈরি থাকুন, স্টুডেন্টদেরই নিয়ে যাব…’, এবার পড়ুয়াদের নিয়ে কোথায় যাবেন মমতা?

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন তিনি। গেরুয়া পতাকা হাতে তুলে নেওয়ার পরেই বাংলা থেকে তৃণমূল বিদায়ের ডাক দেন কলকাতা হাই কোর্টের সদ্য প্রাক্তন এই বিচারপতি। এবার নাম না করেই তাঁকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আজ কলকাতার রাস্তায় নেমেছিল তৃণমূলের (TMC) মিছিল। ডোরিনা ক্রসিংয়ের মিছিল শেষ হওয়ার পর সভা করেন মমতা। এরপর নাম না করেই আক্রমণ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আজ রবি ঠাকুরের কথা নিয়েই বলি, বিচারের বাণী নীরবে-নিভৃতে কাঁদে। বিচারের চেয়ারে বসে বিজেপিবাবু বিজেপি পার্টিতে যোগ দিচ্ছেন। এঁদের দিকে তাকিয়ে মানুষ কি আদৌ বিচার পাবেন? জুডিশিয়ারির ক্ষেত্রে আমি জাজ নিয়ে বলতে পারি না। কিন্তু আমি জাজমেন্ট নিয়ে বলতে পারি। একসময় আমিও প্র্যাকটিস করেছি। আইনে কোনটা ঠিক, কোনটা বেঠিক আমরাও জানি’।

এখানেই থামেননি মমতা। আরও একধাপ এগিয়ে বলেন, ‘এর সব কেউকেটা। তবে আমি খুশি তাঁদের মুখোশটা খুলে পড়েছে। হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি নিয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন। টিভিতে ইন্টারভিউ করছে, অভিষেকের নাম করে খারাপ কথা বলছে। আপনি এখন কোথায় গেলেন? কাল থেকে জনগণ আপনার রায় দেবেন। হাজার হাজার মানুষের চাকরি খেয়েছেন আপনি। কাল থেকে জনগণ আপনার রায় দেবেন। তৈরি থাকুন’।

আরও পড়ুনঃ ভোটের আগেই পদ্মশিবিরে ভাঙন! তৃণমূলে যোগ দিলেন হেভিওয়েট BJP বিধায়ক, শোরগোল রাজ্যে

মমতা এরপর বলেন, যেখানেই দাঁড়ান না কেন, সেখানে স্টুডেন্টদের নিয়ে যাওয়া হবে। তৃণমূল সুপ্রিমোর কথায়, যে ছাত্রছাত্রীদের চাকরি খেয়েছেন, সেই ছাত্রছাত্রীরাই এবার লড়াই করবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘এই প্যানেলটা বাতিল করুন বলতে পারতেন। কোনও সুযোগ না দিয়ে ওয়ান সাইডেড গেম’।

abhijit ganguly mamata banerjee

এদিকে বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর তৃণমূল (Trinamool Congress) সরকারকেও নিশানা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পদ্ম-শিবিরের অংশ হয়ে তিনি বলেন, ‘আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে এই লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার বিদায়লগ্নে সূচনা করা। ২০২৬-এ যাতে আর তারা ক্ষমতায় না আসতে পারে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর