বাংলা হান্ট ডেস্ক: মার্চ মাসে এসেও নিম্নমুখী তাপমাত্রার পারদ। গত বেশ কিছুদিন বৃষ্টিও চলেছে রাজ্যের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে (Alipore Weather Office) খবর, ওড়িশা এবং অসমে রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি আগামীকাল ১০ মার্চ নতুন করে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এর জেরে কী বদলাবে আবহাওয়া? ফের বৃষ্টি হবে বাংলায়?
আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, আপাতত ৩-৪ দিন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে বৃহস্পতিবার থেকে বদলাবে আবহাওয়া। আজ শনিবার বাকি সময়ের জন্য দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আকাশ পরিষ্কার থাকবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকালও। মোটের ওপর পরিষ্কার থাকবে আকাশ।
চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। শুকনো থাকবে আবহাওয়া। তবে রবিবার থেকে ফের আবহাওয়ার বদল হতে পারে। কলকাতা-সহ রাজ্যে বাড়তে পারে গরম। ক্রমশ্য উর্দ্ধমুখী হবে পারদ। এবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা বাড়বে গোটা রাজ্যে।
তবে আগামী সপ্তাহে ফের হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ১৪ই মার্চ বৃহস্পতিবার ফের বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুবালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে ফের ভোলবদল করবে আবহাওয়া।
আরও পড়ুন: দোষী প্রমাণিত হলেই…, শাহজাহানের কঠোরতম শাস্তির ব্যবস্থা করল CBI! শুনলে শিউরে উঠবেন
উত্তরবঙ্গের আবহাওয়া: আজ ও আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবেই দার্জিলিংয়েও হবে বৃষ্টি। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাকি কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।