বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তানের (Pakistan) বালোচিস্তানে ফের ট্রেন হামলা। মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে লাইনচ্যুত হল জাফার এক্সপ্রেসের একাধিক কামরা। পাকিস্তানের সিন্ধ-বালোচিস্তান সীমান্তবর্তী সুলতানকোট অঞ্চলে ঘটে এই বিস্ফোরণ। ট্রেনটিতে সে সময় ছিলেন ৪০০-রও বেশি যাত্রী। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মাত্র দুই সপ্তাহের মধ্যেই ফের একবার হামলার শিকার হল এই যাত্রীবাহী ট্রেনটি।
পাকিস্তানে ফের হামলার মুখে যাত্রীবাহী ট্রেন (Pakistan)
জানা গিয়েছে, পাকিস্তানের (Pakistan) পেশোয়ার থেকে কোয়েটার উদ্দেশে যাচ্ছিল জাফার এক্সপ্রেস। রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই সুলতানকোটের কাছে প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের অভিঘাতে ট্রেনের একাধিক কামরা লাইনচ্যুত হয়ে যায়। যাত্রীদের চিৎকারে মুহূর্তে হাহাকার ছড়িয়ে পড়ে ট্রেনের ভেতর। খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজে নামে পাক সেনা ও রেল কর্তৃপক্ষ। গুরুতর আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন:অজানা, রহস্যময়! পাহাড়, জঙ্গল, সমুদ্রের বাইরে এই ৩ জায়গা ট্র্যাভেলারদের জন্য
পাক (Pakistan) প্রশাসনের প্রাথমিক অনুমান, এটি পরিকল্পিত আইইডি হামলা। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ধরন দেখে মনে হচ্ছে রেললাইন বরাবর বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল। হামলাকারীরা দূরনিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায় বলে সন্দেহ করা হচ্ছে। যে এলাকায় এই ঘটনা ঘটেছে, সেটি দীর্ঘদিন ধরেই বালোচ বিদ্রোহীদের প্রভাব এলাকায় বলে পরিচিত। ফলে তদন্তকারীরা প্রথম থেকেই এই বিদ্রোহী সংগঠনগুলোকেই সন্দেহের তালিকায় রেখেছেন।
উল্লেখযোগ্যভাবে, গত দুই মাসে পাকিস্তানের (Pakistan) যাত্রীবাহী ট্রেনে এটি ষষ্ঠ হামলা। গত মার্চ মাসেই বালোচিস্তানের বোলানে জাফার এক্সপ্রেস অপহরণ করেছিল বালোচ বিদ্রোহীরা। কয়েকদিনব্যাপী অভিযানের পর পাক সেনা দাবি করেছিল, সব বিদ্রোহীকে হত্যা করে পণবন্দিদের উদ্ধার করা হয়েছে। কিন্তু পালটা বিদ্রোহীদের দাবি, নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পর তাঁরা ২১৪ জন পণবন্দিকে হত্যা করেছেন, যারা মূলত পাক সেনার সঙ্গে যুক্ত ছিল।
আরও পড়ুন:তৃণমূলের অবস্থান বিক্ষোভের আগেই জল নিয়ন্ত্রণ DVC-র, কেন?
যদিও এরপরও হামলার ধারা থামেনি। ১০ আগস্ট ফের হামলার মুখে পড়ে জাফার এক্সপ্রেস। সেবার ট্রেনের পাঁচটি কামরা লাইনচ্যুত হয়। সপ্তাহ দুয়েক আগেও বালোচিস্তানের মাস্তুং জেলার দাশ্ত অঞ্চলে একই ট্রেনে আইইডি হামলা হয়। এবার ফের সেই একই কায়দায় বিস্ফোরণ ঘটিয়ে পাক (Pakistan) প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বালোচ জঙ্গিরা।
বালোচিস্তানের স্বাধীনতা আন্দোলনের জেরে এই প্রদেশে বহুদিন ধরেই চলছে অস্থিরতা। প্রায়ই সেনা ও পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় বিদ্রোহীরা। এবার তারই শিকার সাধারণ যাত্রীরা। একের পর এক ট্রেন বিস্ফোরণে পাকিস্তানের (Pakistan) অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে। প্রশাসন বলছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বারবার একই ট্রেনে হামলার ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ। বালোচিস্তানের রেলপথ যেন পরিণত হয়েছে রক্তাক্ত মৃত্যু ফাঁদে।