অনলাইনে কেনাকাটা এবার আরও সহজ! Amazon আনল নতুন ফিচার

Updated on:

Updated on:

Amazon Online shopping is now easier amazon introduces new feature

বাংলা হান্ট ডেস্ক: আজকালকার দিনের মানুষ অধিকাংশ জিনিসই অনলাইন এর মাধ্যমে কেনাকাটি করে। আর এই কেনাকাটির অন্যতম অ্যাপ হল অ্যামাজন (Amazon)। সেখানে আপনি জামাকাপড় থেকে শুরু করে মুদিখানার সমগ্র জিনিসপত্রই কেনাকাটি করতে পারবে। তবে এবার অ্যামাজন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এক দারুন ফিচারস নিয়ে হাজির হল।

অনলাইন শপিংয়ে নতুন সুবিধা, Amazon আনল এক ফিচার যা বাড়াবে সুবিধা (Amazon)

জানা যায় নতুন এই ফিচারস টির নাম হল অ্যাড টু ডেলিভারি (Amazon)। হয়তো ব্যাপারটি বুঝলেন না। তাহলে বিষয়টি সম্পর্কে বিশদে জানানো হল। এখানে আপনি পছন্দের মতন জিনিস অর্ডার করতে পারবেন। পাশাপাশি পরে মনে হল যে যা আসল জিনিসটাই তো কিনি নি। তাহলে উপায় কি? তখন আপনাকে নতুন করে কেনা ছাড়া আর কোন রাস্তার পথ থাকে না।

Amazon Online shopping is now easier amazon introduces new feature

আরও পড়ুন: পিসিওএসের সমস্যায় সাহায্য করতে পারে এই ৬ সাপ্লিমেন্ট, চিকিৎসকদের মতামত

কিন্তু ফের এক নতুন ভাবে অর্ডার দেওয়ার সময় ঝক্কি হয়। তবে এবার আর আপনাকে এই সমস্যার সম্মুখীন হতে হবে না। কারণ এবার থেকে একটু ডেলিভারি ফিচারস রইলো অ্যামাজন অ্যাপে। জানা যাচ্ছে এবার আপনি আগে অর্ডার করা জিনিসের শিপিং এর আগে পর্যন্ত তার সঙ্গে নতুন একটি ক্লিকেই অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যগুলিকে অ্যাড অন করতে পারবেন।

তাহলে এবার নিশ্চয়ই ভাবছেন, যদি ভুল করে ওই অপশনে ক্লিক করে ফেলেন, আর নতুন করে কোন যিনি যদি এড হয়ে যায় তাহলে আপনি আনডু (UNDO) অপশনটি পাবেন।

প্রথমত এই প্রথম নয় যে তো বর্তমানে অধিকাংশ মানুষ অনলাইনে কেনাকাটি করেন। তাই সমাজটা তরফ থেকে সর্বদা ক্রেতাদের কথা মাথায় রেখে নতুন নতুন ফিচার আনার কথা ভাবেন তারা (Amazon)।