তমলুক থেকে দাঁড়াবেন না! অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘বিশেষ’ অনুরোধ কুণালের? কারণ কী?

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। শনিবার নির্বাচনের (Lok Sabha Election 2024) দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। কমবেশি প্রত্যেকটি দলই নিজেদের রণনীতি নিয়ে তৈরি। ইতিমধ্যেই ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল। বিজেপিও (BJP) দুই দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এখনও বাকি বেশ কয়েকটি আসন। এর মধ্যে অন্যতম হল বাংলার তমলুক।

‘অধিকারী গড়’ হিসেবে খ্যাত এই কেন্দ্রে কাকে দাঁড় করানো হবে তা এখনও ঘোষণা করেনি গেরুয়া শিবির। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, তমলুকে (Tamluk) পদ্ম-প্রার্থী হতে পারেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি এই জল্পনা কার্যত স্পষ্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরেই তমলুক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) না দাঁড়ানোর অনুরোধ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।

রবিবাসরীয় সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন কুণাল। সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম নিয়েই তাঁকে তমলুক কেন্দ্র থেকে না দাঁড়ানোর অনুরোধ করেন। তৃণমূল নেতা লেখেন, ‘শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ। আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত। ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে। বিজেপিতে গিয়ে সমালোচিত। অনুরোধ, এখনও সময় আছে, ওঁদের বলে দিন, প্রার্থী হবেন না’।

আরও পড়ুনঃ অর্জুন BJP-তে যোগ দিতেই কর্মীদের দল ছাড়ার হুড়োহুড়ি! পার্থর হাত ধরে সকলে গেলেন তৃণমূলে

‘অধিকারী গড়ে’ তৃণমূলের জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী কুণাল। তিনি লেখেন, ‘তমলুকে তৃণমূল জিতবে। দু’মাস পর আপনার সব সম্মান নষ্ট হবে। যে আপনাকে তমলুক নিয়ে যাচ্ছে, সেও আপনাকে হারাবে। তাঁর দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়বে দেবে না। এখনও সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন। পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন। শুভানুধ্যায়ী হিসেবে ভাবতে বললাম’।

kunal ghosh abhijit ganguly

প্রসঙ্গত, চব্বিশের লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে যুব নেতা দেবাংশু ভট্টাচার্যকে দাঁড় করিয়েছে তৃণমূল। অপরদিকে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। দল এখনও ঘোষণা না করলেও কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি ইতিমধ্যেই সেখানে জনসংযোগ শুরু করেছেন। আজও তমলুকেই ছিলেন তিনি। সেখানে বিজেপি নেতৃত্বের সঙ্গে জনসংযোগ সারছিলেন। হলদিয়ার বিধায়ক তথা তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপসী মণ্ডলও তাঁর সঙ্গে ছিলেন। কুণাল ঘোষের মন্তব্যের বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিছু মন্তব্য না করলেও তাপসী বলেন, ‘কে বলেছে? আসলে পাগলের কথার কোনও জবাব দিই না আমরা’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর