কালীপুজো থেকে ভাইফোঁটা, কবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি? রইল আবহাওয়ার আপডেট

Published on:

Published on:

south bengal weather(80)

বাংলা হান্ট ডেস্ক: আজ কালীপুজো। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ থেকে আবহাওয়ার বদল ঘটবে। আকাশ মেঘলা থাকবে ঠিকই। তবে আজ থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কালীপুজো, দিওয়ালি ও ভাইফোঁটায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

এক নজরে দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

সোমবার আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। তবে সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠবে। দিনভর রৌদ্রোজ্জ্বল ও পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এরপর মঙ্গলবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে।

বাংলায় মঙ্গলবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। আজ থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী সপ্তাহে সাগরে থাকা নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

আরও পড়ুন: ভারতের প্রথম ফ্যমিলি SUV স্কুটার হল লঞ্চ! রয়েছে দুর্ধর্ষ সব ফিচার্স, দাম মাত্র এত টাকা

হাওয়া অফিস বলছে, মঙ্গলবারই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের আশঙ্কা থাকছে। বৃহস্পতিবার সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে মঙ্গলবার নাগাদ নিম্নচাপ তৈরী হলেও বাংলায় তার প্রভাবে এ রাজ্যে বৃষ্টি হবে কি না তা এখনও স্পষ্ট নয় বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

south bengal weather(96)

আরও পড়ুন: ধনতেরসে ১১ মাসের মেয়েকে সোনা উপহার কাঞ্চনের, নেটিজেনদের প্রশ্ন, ‘ছেলেটাকে কী দিলেন?’

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

আজ রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রপাতের সঙ্গে হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে আর বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, কালিম্পং-এ। ধীরে ধীরে তাপমাত্রা কমবে আগামী সপ্তাহ থেকে।