ভুলে যান একঘেয়ে ট্রেন জার্নির কথা! চলছে টিভি, দেখা যাচ্ছে কার্টুন; শৈশবে ফিরছেন অফিসযাত্রীরা

বাংলাহান্ট ডেস্ক : লোকাল ট্রেনের উপর আমাদের ভরসা অপরিসীম। কর্মক্ষেত্রে পৌঁছানো থেকে শুরু করে ঘুরতে যাওয়া, লোকাল ট্রেন আমাদের সবার কাছে লাইফ লাইন। লোকাল ট্রেনের এক একটি কামরা নিত্যযাত্রীদের কাছে এক একটি সংসারের সমান। প্রতিদিন লোকাল ট্রেনের কামরাগুলি নিত্যযাত্রীদের গল্প-গুজবে গমগম করে ওঠে।

তবে ভারতীয় রেলের পক্ষ থেকে যাত্রীদের একঘেয়েমি কাটাতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। আগের মতো দম বন্ধ করা লোকাল ট্রেনের কামরা এখন আর নেই। হাওড়া-ব্যান্ডেল, হাওড়া বর্ধমান শাখায় আগের থেকে লোকাল ট্রেনের কামরাগুলি এখন আরো বেশি চকচকে। লোকাল ট্রেনের কামরায় রয়েছে আধুনিক সিট। প্রতিটি কামরায় রয়েছে কাঁচের জানলা।

আরোও পড়ুন : ২৬ বছরে ছুটি মাত্র ১ দিন! বেসরকারি সংস্থার এই কর্মী নাম তুললেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে

এমনকি কাঁচের দরজা। যাত্রীদের মনোরঞ্জনের জন্য ট্রেনের কামরায় বসানো হয়েছে টেলিভিশন। টেলিভিশনে চোখ রেখে যাত্রা সময়টাতে কিছুটা হলেও মনোরঞ্জনের আনন্দ পাচ্ছেন অফিস ফেরত ক্লান্ত প্যাসেঞ্জার থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। লোকাল ট্রেনের কামরায় টিভি বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল ২০২২ সালে। সেই মতো বেশ কিছু ট্রেনে বসানো হয়েছে টিভি।

tv in train

প্রতিটি কামরায় চারটি করে টিভি লাগানো হয়েছে। ২৮ ইঞ্চির টেলিভিশনগুলিতে চলছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। রেল কর্তৃপক্ষ একটি বেসরকারি সংস্থার সাথে চুক্তি করে এই ব্যবস্থা গ্রহণ করেছে। এরফলে যাত্রীদের মনোরঞ্জনের সুবিধা হয়েছে অনেকটা। এই টিভিতে কখনো দেখানো হচ্ছে টম অ্যান্ড জেরি, চার্লি চ্যাপলিনের সিনেমার খণ্ডচিত্র, আবার কখনো চলছে গান ও নাচ। আবার কখনো চালানো হচ্ছে সতর্কতামূলক বিজ্ঞাপন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর