শুভমান গিলের সঙ্গে এ কেমন আচরণ পাকিস্তানের অনুরাগীর! শুরু তুমুল সমালোচনা… ভাইরাল ভিডিও

Published on:

Published on:

What did Pakistan fans do to Shubman Gill?

বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়া বর্তমানে ৩ ম্যাচের ODI সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় সফর করেছে। এই সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী বৃহস্পতিবার অ্যাডিলেড ওভাল স্টেডিয়ামে সম্পন্ন হবে। ওই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের অ্যাডিলেডের রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। ভারতের ODI অধিনায়ক শুভমান গিলকে (Shubman Gill) তাঁর সতীর্থ হর্ষিত রানার সঙ্গে দেখা যায়।

শুভমান গিলের (Shubman Gill) সঙ্গে কী করলেন পাক অনুরাগী?

সেই সময় একজন পাকিস্তানি ভক্ত শুভমান গিলের (Shubman Gill) সঙ্গে এমন আচরণ করেছেন যেটি মধ্যে উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু তাই নয়, বিষয়টির পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে সমালোচনা। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গিলের প্রতি পাকিস্তানি অনুরাগীর বিতর্কিত আচরণ: মূলত, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে শুভমান গিল (Shubman Gill) এবং হর্ষিত রানাকে একসাথে হাঁটছেন। সেই সময় হঠাৎ একজন যুবক গিলের কাছে আসেন। তারপর গিলের সঙ্গে করমর্দন করার অনুরোধ জানান। ভারতীয় অধিনায়ক তাতে রাজি হন। কিন্তু করমর্দনের সঙ্গে সঙ্গে ওই যুবক “পাকিস্তান জিন্দাবাদ” স্লোগান দিতে থাকেন। যেটি গিলকেও অবাক করে দেয়। তবে, শান্ত স্বভাবের জন্য পরিচিত শুভমান গিল বিষয়টির পরিপ্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া না দিয়ে এগিয়ে যান।

আরও পড়ুন: ফিক্সড ডিপোজিটই করে দেবে মালামাল! PNB-SBI সহ এই ব্যাঙ্কগুলি দিচ্ছে দুর্দান্ত সুদের হার

এই ঘটনার ভিডিওটিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেটিকে ভারত ও পাকিস্তানের মধ্যে “হ্যান্ডশেক না করার” বিতর্কের সঙ্গেও যুক্ত করা হচ্ছে। জানিয়ে রাখি যে, ২০২৫ সালের এশিয়া কাপের সময় ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে ৩ টি ম্যাচ খেলেছিল। কিন্তু ভারতীয় খেলোয়াড়রা একবারের জন্যও পাকিস্তানি দলের সঙ্গে করমর্দন করেননি। দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: আরও সহজ হবে পরিষেবা! ২০২৬-এর শুরুতেই বদলাবে ব্যাঙ্কের একাধিক নিয়ম, স্বস্তি পাবেন গ্রাহকেরা

শুভমান গিলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ: উল্লেখ্য যে, অ্যাডিলেডে হতে চলা দ্বিতীয় ODI ম্যাচটি শুভমান গিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রথমবারের মতো ভারতীয় ODI দলের অধিনায়কত্ব করছেন। কিন্তু, দল সিরিজ হারের ঝুঁকির মুখোমুখি রয়েছে। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে হেরেছে। তাই সিরিজে টিকে থাকতে শুভমান গিল দলকে এই ম্যাচটি অবশ্যই জেতাতে চাইবেন।