গোটা বাংলায় নয়! কেবল এই সমস্ত জায়গা গুলোতেই দেওয়া হবে আবাসের টাকা, জানিয়ে দিলেন অভিষেক

বাংলা হান্ট ডেস্কঃ ১০০ দিনের টাকা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত সেই বহুদিনের। আর্জি, আবেদন, হুঁশিয়ারি এমনকি দিল্লিতে গিয়ে আন্দোলন! তবে তাতেও কোনো কাজ না হওয়ায় ১০০ দিনের কাজ করেও যারা টাকা পাননি, যারা কেন্দ্রের বঞ্চনার শিকার, তাদের টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। কেবল একশো দিনের টাকাই নয়, আবাস যোজনার (Awas Yojana) টাকা নিয়েও সম্প্রতি জনগর্জন সভার মঞ্চ থেকে আশ্বাস দিয়েছে তৃণমূল (Trinamool)। এবার লোকসভা ভোট পূর্বে সেই আবাসের টাকা নিয়ে বিরাট ঘোষণা অভিষেকের (Abhishek Banerjee)।

বুধবার বসিরহাটে সভা করেন অভিষেক। সেখান থেকেই আবাস নিয়ে প্রতিশ্রুতি দেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। যে সকল পঞ্চায়েত থেকে বাংলার হাত শক্তিশালী করা হবে সেই পঞ্চায়েতের মানুষ আবাস যোজনার টাকা পেয়ে যাবেন। মঞ্চে দাঁড়িয়ে মন্তব্য অভিষেকের।

তৃণমূল সেনাপতি বলেন, কথা দিচ্ছি যে পঞ্চায়েত থেকে আপনারা বাংলার হাত শক্তিশালী করবেন, সেই পঞ্চায়েত থেকে বাড়ির জন্য আবেদন করে থাকলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির ব্যবস্থা করব। অভিষেক বলেন, মোট ৩৪ লক্ষ মানুষ আবাস যোজনায় বাড়ির জন্য আবেদন করেছেন। আগে ৫১-৫২ লক্ষ ছিল। পরে ১৬ লক্ষ নাম বাদ গিয়েছে।

অভিষেক বলেন, কোনও বিজেপি নেতার কাছে আবেদন করতে হবে না। ‘মুখ্যমন্ত্রী যদি ২৫০০০ কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারেন, তাহলে
৫০০০০ টাকা খরচ করে বাংলার মানুষদের বাড়িও দিতে পারবেন।’ বিজেপিকে তোপ দেগে নেতার মন্তব্য, ‘কবে ওরা টাকা পাঠাবে, তবে মাথার ওপর ছাদ হবে? অনেক ভদ্রতা দেখিয়েছি, আর ভদ্রতা দেখিয়ে লাভ নেই।”

abhishek

আরও পড়ুন: আজ আরও বাড়বে দাপট! ঝড়-বৃষ্টির তাণ্ডব চলবে দক্ষিণবঙ্গের ৯ জেলায়: আবহাওয়ার খবর

এর আগেও সোমবার দক্ষিণ দিনাজপুর থেকে অভিষেক জানান, আবাস যোজনার বকেয়া টাকা রাজ্য সরকারই মেটাবে। লোকসভা নির্বাচনে বাংলার পাশে থাকলে কারও কাছে হাত পাততে হবে না বলেও মন্তব্য করেন অভিষেক।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর