বাংলাহান্ট ডেস্ক : এই মুহূর্তে প্রায় প্রত্যেক ভারতবাসীর কমপক্ষে একটি করে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। বিশেষ করে ‘প্রধানমন্ত্রী জন ধন যোজনা’ প্রকল্প চালু হওয়ার পর বহু মানুষের জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। আমাদের আয়ের একটা অংশ আমরা গচ্ছিত রাখি ব্যাংকে। দরকারে টাকার প্রয়োজন মেটাতে অথবা ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা ব্যাংকে টাকা সঞ্চয় করি।
তাই আমাদের জীবনে ব্যাংক অ্যাকাউন্টের গুরুত্ব অপরিসীম। তবে অনেক সময় আমাদের সামান্য ভুলের কারণে বন্ধ হয়ে যেতে পারে ব্যাংক অ্যাকাউন্ট। এক্ষেত্রে যদি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় তাহলে কী করবেন জানা আছে? প্রসঙ্গত বলে রাখা ভালো যদি দীর্ঘদিন কোনও ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা না হয় তাহলে সেটি নিষ্ক্রিয় হয়ে যায়।
আরোও পড়ুন : বিপাকে সন্দেশখালির ‘বাঘ’! CBI-র পর এবার শাহজাহানকে হেফাজতে নিতে মরিয়া ED
কোনও সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে একটানা দু’বছর লেনদেন করা না হলে সেটিকে নিষ্ক্রিয় হিসাবে ধরে নেওয়া হয়। ব্যাংকের ভাষায় এগুলি হল Dormant Account। Dormant Account থেকে লেনদেন করা যায় না। যদি আপনার প্রচন্ড পরিমাণ টাকার প্রয়োজন হয় তাহলেও আপনি টাকা তুলতে পারবেন না Dormant Account থেকে।
আরোও পড়ুন : আম্বানি-আদানির লড়াই এখন অতীত! ‘শত্রুতা’ ভুলে গাঁটছড়া বাঁধতে চলেছেন এই দুই ধনকুবের
ব্যাংক অ্যাকাউন্টের যাতে নিষ্ক্রিয় না হয়ে যায় তার জন্য কয়েকটি বিষয়ে মাথায় রাখা উচিত। তার মধ্যে অন্যতম একটি হল প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টে দু-তিন মাসে একবার করে লেনদেন করা। এই লেনদেন প্রক্রিয়ায় আপনি টাকা জমা দিতে পারেন অথবা টাকা তুলতেও পারেন। বর্তমানে অনলাইন ব্যাংকিং পরিষেবা বিশেষ পরিচিত।
তাই ঘরে বসেই আপনারা সহজে এই লেনদেন প্রক্রিয়া জারি রাখতে পারেন। যদি দীর্ঘদিন লেনদেন না করার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে আপনাকে যেতে হবে ব্যাংকের শাখায়। সেখানে নির্দিষ্ট আবেদন পত্র ও কেওয়াইসি ডকুমেন্টস জমা দিয়ে অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে।