বাংলা হান্ট ডেস্ক: নতুন অর্থবর্ষের শুরুতেই মিলছে একের পর চমক! একদিকে শেয়ার বাজার (Share Market) রেকর্ড মাত্রায় পৌঁছেছে। অন্যদিকে নতুন রেকর্ড গড়েছে সোনার দাম (Gold Price)। ইতিমধ্যেই দেশের ফিউচার মার্কেটে সোনার দাম প্রতি ১০ গ্রামের নিরিখে ৭০ হাজার টাকার কাছাকাছি পৌঁছেছে। MCX-এর তথ্য অনুসারে, বাজার খোলার পরপরই সোনার দাম ১,৭০০ টাকার বেশি বেড়েছে। যার ফলে সোনার দাম ৭০,০০০ টাকার কাছাকাছি পৌঁছে যায়। এদিকে, সোনার দাম বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হল, ফেডের তরফে সুদের হার কমানো এবং মুদ্রাস্ফীতির ভালো পরিসংখ্যান। এমতাবস্থায়, চলুন জেনে নিই বর্তমানে সোনার দাম ঠিক কোথায় রয়েছে এবং আগামী দিনে সোনার দাম কোথায় যেতে পারে?
রেকর্ড পর্যায়ে পৌঁছেছে সোনার দাম: অর্থবর্ষের প্রথম ব্যবসায়িক দিনে, সোনার দাম ১,৮১০ টাকা বেড়ে ৬৯,৪৮৭ টাকার রেকর্ড স্তরে পৌঁছেছে। এদিকে, আজ MCX-এ এপ্রিল গোল্ড ফিউচার ৬৮,৬৯৯ টাকায় খুলেছে। এর কিছুক্ষণ পরেই, দামে প্রচণ্ড উত্থান দেখা দেয় এবং ওই দাম রেকর্ড মাত্রায় পৌঁছে যায়। দুপুর ১ টা বেজে ১০ মিনিট নাগাদ সোনার দাম ১,১৪৩ টাকা বেড়ে হয় ৬৮,৮২০ টাকা। এদিকে, গত সপ্তাহের ব্যবসায়িক দিনে, সোনার দাম প্রতি ১০ গ্রামে ৬৭,৬৭৭ টাকায় পৌঁছেছিল।
মার্চ মাসে দাম কত বেড়েছে: এদিকে, গত মার্চ মাসে সোনার দাম ভালোভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, গত ৩ বছরের মধ্যে মার্চ মাস ছিল সোনার জন্য সর্বোচ্চ রিটার্ন দেওয়ার মাস। মার্চ মাসে, সোনার দাম বেড়েছে ৮.১৭ শতাংশ অর্থাৎ প্রতি, ১০ গ্রামে ৫,১১০ টাকা। যেখানে চলতি বছরে সামগ্রিকভাবে সোনার দাম বেড়েছে ৭ শতাংশের বেশি অর্থাৎ প্রায় ৪,৫০০ টাকা বেড়েছে। বিশেষজ্ঞদের বিশ্বাস, আগামী দিনে সোনার দামের একই রকম বৃদ্ধি দেখা যেতে পারে।
আরও পড়ুন: নতুন অর্থবর্ষ থেকেই ট্যাক্স সিস্টেমে হতে চলেছে পরিবর্তন? অর্থ মন্ত্রক জানিয়ে দিল বড় আপডেট
কেন বাড়ছে দাম: এই প্রসঙ্গে HDFC সিকিউরিটিজের কমোডিটি অ্যান্ড কারেন্সি হেড অনুজ গুপ্ত জানিয়েছেন যে, মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং জুনে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনার মধ্যে সোনার দাম বেড়েছে। তিনি বলেন, চলতি বছরে ফেডকে তিনবার সুদের হার কমাতে হয়েছে। এমন পরিস্থিতিতে এই বছর সোনায় একাধিক অ্যাকশন দেখা যাবে। আগামী দিনে সোনার টার্গেট দেখা যাচ্ছে ৭৫ হাজার টাকায়। তিনি বলেন, দীপাবলির মধ্যে সোনার দাম এই স্তরে পৌঁছতে পারে।
আরও পড়ুন: IPL-এ চলতি মরশুমের প্রথম জয়ের দিনই বড় ধাক্কা পেলেন পন্থ, কড়া অ্যাকশন নিল BCCI
বিদেশি বাজারে কি দাম রয়েছে: এদিকে, আমরা যদি বিদেশি বাজারের কথা বলি সেক্ষেত্রেও সোনার দাম ভালোভাবে বেড়েছে। নিউইয়র্কের কমেক্স মার্কেটে সোনার দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। কমেক্সে, গোল্ড ফিউচার প্রতি আউন্সে ৪৫ ডলারের বেশি বৃদ্ধি দেখা যাচ্ছে এবং দাম আউন্স প্রতি ২,২৮৩.৭০ ডলারে পৌঁছেছে। এদিকে, সোনার স্পট দাম আউন্স প্রতি ৩০.৩২ ডলার বেড়ে ২,২৬০.১৯ ডলার হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে সোনার দাম প্রতি আউন্সে ২,৩০০ ডলারে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।