হু হু করে নামছে পারদ! দক্ষিণবঙ্গের ৭ জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা জারি, আজকের আবহাওয়ার খবর জানুন

Published on:

Published on:

South Bengal Weather Update 14th November 2025
Follow

বাংলা হান্ট ডেস্কঃ হু হু করে রাজ্যে কমছে তাপমাত্রা। গত বৃহস্পতিবারের পরে আজ শুক্রবারও ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। নভেম্বরের মাঝেই তাপমাত্রা যে এতটা নামবে, তার ইঙ্গিত আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিংয়ের পারদ ইতিমধ্যেই নেমেছে ৮ ডিগ্রিতে, আর দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পুরুলিয়া-বীরভূম ঠান্ডার নিরিখে কালিম্পংকেও টেক্কা দিচ্ছে। কলকাতা থেকে হাওড়া, শীতের আমেজ ছড়িয়ে পড়েছে শহর-শহরতলি জুড়ে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় কনকনে ঠান্ডা বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস। পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, হাওড়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে। নভেম্বরে এতটা ঠান্ডা পড়ার কারণ হিসেবে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, কোনও শক্তিশালী নিম্নচাপ বা পশ্চিমী ঝঞ্ঝা না থাকায় উত্তুরে বাতাস বাধাহীন ভাবে বাংলায় প্রবেশ করছে। ফলে শীতের তীব্রতা বাড়ছে। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) শীতলতম জায়গা হিসেবে উঠে এসেছে বীরভূমের শ্রীনিকেতন। সেখানে তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়ার উলুবেরিয়া সহ বেশ কয়েকটি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গও (North Bengal Weather) আজ কনকনে ঠান্ডায় মোড়া। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, প্রায় সব জেলাতেই শীতের দাপট দৃশ্যমান। বৃহস্পতিবার সকালে দার্জিলিং এবং আশপাশের অঞ্চলে তাপমাত্রা নেমেছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার তাপমাত্রা আরও নেমেছে। আজ সমতল এলাকার তাপমাত্রা আজ থাকবে ১৪ থেকে ১৭ ডিগ্রির মধ্যে।

South Bengal Weather Update 14th November 2025

আরও পড়ুনঃ আজকের রাশিফল ১৪ নভেম্বর, প্রতিটি কাজে সফল হবে এই চার রাশি

২০ নভেম্বরের পর ফের নিম্নচাপ?

তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২০ নভেম্বরের পরে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপ তৈরি হলে জলীয় বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এবং উত্তুরে হাওয়ার প্রবাহ কমবে। ফলে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শীতের তীব্রতায় সাময়িক বিরতি আসতে পারে। তবে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে আবারও শীত পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।