বানিয়ে ফেলুন বড়দিনের প্ল্যান, শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা, ছাড়পত্র পরিবেশ আদালতের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : শীতের আমেজ পড়তেই শান্তিনিকেতনে (Shantiniketan) পৌষমেলার খোঁজও শুরু হয়ে গিয়েছে পর্যটকদের। দীর্ঘদিন ধরেই অনুষ্ঠিত হয়ে চলেছে এই ঐতিহ্যবাহী মেলা। এবারও মিলেছে জাতীয় পরিবেশ আদালতের ছাড়পত্র। বৃহস্পতিবার বিশ্বভারতীর (Shantiniketan) কেন্দ্রীয় কার্যালয়ে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতী কর্মী পরিষদের বৈঠক হয়েছে। সেখানেই নেওয়া হয় সিদ্ধান্ত। আগামী ২৩ ডিসেম্বর থেকে পূর্বপল্লির মাঠে বসতে চলেছে পৌষমেলা এবং পৌষ উৎসব।

শান্তিনিকেতনে (Shantiniketan) শুরু হতে চলেছে পৌষমেলা

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ, কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায়, জনসংযোগ আধিকারিক সহ কর্মী পরিষদ, শান্তিনিকেতন ট্রাস্টের সদস্য সহ বিভিন্ন ভবনের অধ্যক্ষরাও। এ বিষয়ে বিশ্বভারতীর (Shantiniketan) ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক বলেন, পৌষমেলা আয়োজন করতে তাঁরা প্রস্তুত। পরিবেশ আদালতকে গুরুত্ব দিয়ে শান্তিনিকেতন (Shantiniketan) ট্রাস্টের উদ্যোগে পৌষমেলার আয়োজন করা হবে। সেই সঙ্গে ঐতিহ্য মেনে হবে পৌষ উৎসব।

hantiniketan poush mela 2025 to be organized

স্টল বুকিংয়ে হবে কড়াকড়ি: তিনি জানান, মেলায় স্টল বুকিংয়ের ক্ষেত্রে প্রতি বছরই কড়াকড়ি থাকে। তবে এবছর তা আরও বাড়তে চলেছে। ২০২৩ সালে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ স্বীকৃতি পায় বিশ্বভারতী। তারপর এটা দ্বিতীয় বার বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন (Shantiniketan) ট্রাস্টের আয়োজনে পৌষমেলার আয়োজন হতে চলেছে।

আরও পড়ুন : ‘২০২০-র ঘটনার পুনরাবৃত্তি হলে…’ প্রশাসনকে হুঁশিয়ারি ‘আত্মবিশ্বাসী’ তেজস্বী যাদবের

একগুচ্ছ বিধিনিষেধ চাপানো হয় পৌষমেলায়: উল্লেখ্য, ২০১৬ এবং ২০১৮ সালে জাতীয় পরিবেশ আদালতে দুটি মামলা করা হয়। পৌষমেলায় দূষণ সংক্রান্ত বিষয়ে হয় ওই দুটি মামলা। ওই মামলার রায়ে মেলায় আতশবাজি পোড়ানোর ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়। সেই সঙ্গে দূষণ নিয়ন্ত্রণে আরও কিছু বিধিনিষেধ বেঁধে দেওয়া হয়। পরিবেশ আদালতের সমস্ত বিধিনিষেধ মেনেই পৌষমেলার আয়োজন করা হবে বলে এদিনের বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন : শতাধিক ভোটারের বাবা একজনই! SIR শুরু হতেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য, কোথায় ঘটল এমন ঘটনা?

পরিবেশ আদালত ছাড়পত্র দিলেই পৌষমেলার আয়োজন নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। পৌষমেলা উপলক্ষে শান্তিনিকেতনে উপচে পড়ে পর্যটকদের ঢল। ব্যবসা বাড়ে হস্তশিল্পী ও ব্যবসায়ীদের। তাই পৌষমেলার আয়োজন শুরু হওয়ায় খুশি তাঁরাও।