কোচবিহারে দোতারায় মজলেন মোদী! বাদ্যযন্ত্র উপহার পেতেই বাজিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ শিয়রে লোকসভা নির্বাচন। ভোটের আবহে বৃহস্পতিবার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী। কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে সভা করেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ বেলায় কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেন। এরপর সেখানে আসেন প্রধানমন্ত্রী।

আজকের সভায় প্রথমেই মোদীকে সম্বর্ধনা জানানো হয়। তাঁর হাতে তুলে দেওয়া হয় নানান পুরস্কার। তবে সবকিছুর মধ্যে দোতারা (Dotara) পেয়ে সম্ভবত সবচেয়ে বেশি খুশি হয়েছেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গের এই বিখ্যাত বাদ্যযন্ত্র হাতে পেতেই তা প্রথমে বাজান তিনি। এদিকে প্রধানমন্ত্রীকে দোতারা বাজাতে দেখে হাততালি দিয়ে ওঠেন মঞ্চে উপস্থিত প্রত্যেকে।

একগাল হাসি নিয়ে কিছুক্ষণ দোতারা বাজান মোদী। এরপর এক এক করে বাকি সকল পুরস্কার গ্রহণ করতে থাকেন। আজকের সভার (Cooch Behar Public Meeting) শুরুতে প্রথমে রাজ্য সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। মোদী বলেন, ‘উনিশ সালে কোচবিহারের এই রাসমেলার মাঠেই আমি সভা করেছিলাম। সেভার মঞ্চ বেঁধে মাঠ ছোট করে দেওয়া হয়েছিল। আমি বলেছিলাম, আপনি ঠিক করেননি দিদি। মমতা তার উত্তর পেয়ে গিয়েছিলেন। এবারের সভায় মাঠ খোলা রেখেছেন, তেমন কোনও বাধা দেননি। তাই প্রশাসনকে ধন্যবাদ জানাই’।

আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসা মামলায় ৫১ জনকে নোটিশ ধরাতে চলেছে CBI! তালিকায় কাদের নাম?

সভার শুরুতে রাজ্য সরকারকে ধন্যবাদ জানালেও, এরপর তৃণমূলকে নিশানা করতে শুরু করেন প্রধানমন্ত্রী। এদিনের সভাতেও তাঁর মুখে শোনা যায় সন্দেশখালি প্রসঙ্গ। মোদী বলেন, ‘সন্দেশখালির অপরাধীদের বাঁচানোর জন্য মরিয়া ছিল তৃণমূল কংগ্রেস। তবে অপরাধীদের শাস্তি পেতেই হবে। সারাজীবন জেল খাটতে হবে’।

এখানেই না থেমে বাংলার উন্নয়নের জন্য বিজেপিকে মজবুত করার ডাকও দেন মোদী। তিনি বলেন, ‘এখানকার উন্নয়নের জন্য বিজেপিকে শক্ত হতে হবে। বিরোধীরা বলে, আমার কোনও পরিবার নেই। ভারতবর্ষই আমার পরিবার। পশ্চিমবঙ্গের উন্নতির জন্য বিজেপিকে শক্ত হতে হবে। একমাত্র বিজেপিই এখানে মহিলাদের ওপর অত্যাচার বন্ধ করতে পারবে। বিজেপির মূল লক্ষ্যই হল মহিলাদের ক্ষমতায়ন’।

prime minister narendra modi

উল্লেখ্য, আজই প্রথম নয়, মার্চ মাসে বাংলায় সভা করতে এসেও সন্দেশখালি ইস্যু নিয়ে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী। সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে দেখাও করেছিলেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে সন্দেশখালির প্রতিবাদী গৃহবধূ রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্র থেকে টিকিট দিয়েছে গেরুয়া শিবির।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর