বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী সপ্তাহে ভারত (India) সফরে আসছেন গ্রিসের (Greece) সামরিক প্রধান। ওই সময়ে গ্রিস এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হতে চলেছে। জেনারেল দিমিত্রিওস হুপিস আগামী সপ্তাহে প্রতিরক্ষা ইস্যুতে একটি সমৃদ্ধ এজেন্ডা নিয়ে ভারত সফর করবেন। গ্রিক মিডিয়া আউটলেট কাথিমেরিনি অনুসারে, আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো এই দুই দেশ সামরিক সহযোগিতা কর্মসূচিতে স্বাক্ষর করবে। ওই কর্মসূচীতে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর পাশাপাশি বিশেষ বাহিনীর সদস্যদের সাথে অনুশীলন এবং যৌথ কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে বলেও জানা গিয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, উভয় দেশের কর্মীরা ইতিমধ্যেই যৌথ প্রশিক্ষণের একটি গভীর কর্মসূচি প্রস্তুত করছে। যেটির মাধ্যমে গ্রিক সামরিক বাহিনী ভারতে জাতীয় পর্যায়ের কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং একইভাবে ভারতীয় সৈন্যরা গ্রিসে অংশগ্রহণ করবে। উল্লেখ্য যে, গ্রিস “ইনিওচস” ভারত “তরঙ্গ শক্তি” মহড়া পরিচালনা করে। এমতাবস্থায়, উভয় দেশ একে অপরের সামরিক মহড়ায় অংশগ্রহণের পরিকল্পনাও করছে। এছাড়াও, সামরিক কর্মীদের আদান-প্রদান এবং তথ্য সহ উচ্চ প্রযুক্তি ও উদ্ভাবনের বিষয়ে সহযোগিতার আশা করা হবে।
এইসব বিষয় নিয়ে আলোচনা হবে: জানা গিয়েছে যে, গ্রিক সেনাপ্রধান তার ভারতীয় সমকক্ষ অনিল চৌহান এবং অন্যান্য আধিকারিকদের সাথে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করবেন। এদিকে সূত্রের খবর অনুযায়ী, অস্ত্রের বিষয়েও আলোচনা হতে পারে। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে লোহিত সাগর অভিযানে গ্রিসের অংশগ্রহণ, ভারতীয় নৌবাহিনীর সঙ্গে সহযোগিতা এবং ইউক্রেন ইস্যু। পাশাপাশি, এই কথোপকথনে ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ করিডোর (IMEC) নিয়েও আলোচনা হতে পারে। উল্লেখ্য যে, বর্তমানে গ্রিস ও ভারতের মধ্যে সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে।
আরও পড়ুন: পাক-চিনের চিন্তা বাড়িয়ে নতুন প্রজন্মের পারমাণবিক মিসাইলের সফল উৎক্ষেপণ, শক্তি বাড়ল ভারতের
ভারতের বিমান মহড়ায় অংশগ্রহণ করবে গ্রিস: এই বছরের শুরুর দিকে, গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস ভারতে রাষ্ট্রীয় সফরে এসেছিলেন। এদিকে, এর আগে গ্রিসে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে উভয় দেশ একে অপরকে সমর্থন করে আসছে। এদিকে, গ্রিসের সাথে ভারতের সাথে সুসম্পর্ক তুরস্কের কাছে একটি কড়া জবাব। কারণ সাইপ্রাস নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে বিরোধ রয়েছে।
আরও পড়ুন: আম জনতার জন্য বিরাট স্বস্তি, বাড়বে না খরচ! নয়া বছরে সুখবর শোনাল RBI
পাশাপাশি, তুরস্ক ভারতের বিপক্ষে গিয়ে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করে আসছে। ওই রিপোর্টে তরঙ্গ শক্তি মহড়ায় বিমান বাহিনীর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এমতাবস্থায়, আগামী সেপ্টেম্বরে এশিয়ার অন্যতম বৃহত্তম বিমান মহড়ায় অংশ নিতে চারটি বিমান ও সহায়তা কর্মী পাঠানো হবে। তবে গ্রিস কোন বিমান পাঠাবে তা ঠিক করা হয়নি। ভারতের তরফে রাফাল পাঠানোর কথা রয়েছে।