বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার একটি বড় সুসংবাদ সামনে এসেছে। বিশেষ করে যাঁরা ব্যাঙ্কে চাকরি (Recruitment) করতে চান তাঁদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। মূলত, এবার Axis Bank-এ কর্মী নিয়োগ করা হচ্ছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা সম্পন্ন হবে না। এমতাবস্থায়, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই পাওয়া যাবে চাকরি।
শুধু তাই নয়, আরও জানা গিয়েছে যে, পুরুষ এবং মহিলারা উভয়েই এক্ষেত্রে আবেদন করতে পারবেন। পাশাপাশি, তাঁরা নিজেদের জেলাতেই কাজ করার সুযোগ পাবেন। এক্ষেত্রে জেলা ভিত্তিক প্রার্থীদের নির্বাচন করা হবে। যার ফলে, রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সুযোগ হতে চলেছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি। এছাড়াও, এই সম্পর্কিত আরও তথ্য জানার জন্য সরাসরি ফোন করতে পারেন ৯৭৪৮১৮৩৩৪৭ অথবা ৮৯১০০৬১৪৮৯ এই দু’টি নম্বরে।
কোন কোন পদে করা হবে নিয়োগ: যেসমস্ত পদের পরিপ্রেক্ষিতে এই নিয়োগ সম্পন্ন হবে সেগুলি হল-
১) ডাটা এন্ট্রি অপারেটর ( Data Entry Operator)
২) রিলেশনশিপ অফিসার (Relationship Officer)
৩) ব্রাঞ্চ ব্যাঙ্কিং (Branch Banking)
৪) ব্যাঙ্কিং অপারেশন এন্ড কাস্টমার সার্ভিস (Banking Operations & Customer Services)
৫) ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস (Finance & Accounts)
৬) ব্যাক অফিস এক্সিকিউটিভ (Back Office Executive)
বয়সসীমা: এক্ষেত্রে আবেদনের জন্য আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে।
বেতন: এবারে আসি বেতনের প্রসঙ্গে। এক্ষেত্রে নিযুক্ত প্রার্থীদের বেতনের পরিমাণ হবে প্রতি মাসে ১৩,৫৫৬ টাকা থেকে ২২,৭৮৯ টাকা পর্যন্ত।
প্রয়োজনীয় ডকুমেন্টস: আবেদন করার সময়ে প্রার্থীদের যেসমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলির জেরক্স কপি জমা দিতে হবে সেগুলি হল-
১. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
২. মাধ্যমিকের মার্কশিট
৩. উচ্চ মাধ্যমিকের মার্কশিট
৪. এর পাশাপাশি আপনি যদি গ্র্যাজুয়েশন পাশ করে থাকেন সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের মার্কশিট
৫. আধার কার্ড
৬. ভোটার কার্ড
৭. প্যান কার্ড
৮. পাসপোর্ট সাইজের ফটোকপি এবং
৯. চাকরিপ্রার্থীর নিজস্ব বায়োডাটা
আরও পড়ুন: T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক খুঁজতে কালঘাম ছুটছে নির্বাচকদের, কোন প্লেয়ারের খুলবে ভাগ্য?
এছাড়াও, যেকোনো রকমের তথ্য জানার জন্য আবেদনে ইচ্ছুক প্রার্থীরা bankinghub.hr04@gmail.com-এ ইমেল করতে পারেন।
আরও পড়ুন: কারোর পৌষমাস, কারোর সর্বনাশ! হু হু করে এগোচ্ছে Jio, বন্ধের মুখে Vodafone-Idea, বিপাকে গ্রাহকরা
অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক:
https://www.ncs.gov.in//Pages/ViewJobDetails.aspx?JSID=STPNXnRa1O0%3D