মাত্র ৫ টাকা! শুক্রেও সোনা নিয়ে ভালো খবর নেই, একক্লিকে দেখে নিন আজকের রেট

Published on:

Published on:

gold price(27)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিয়ের সিজেন সোনায় হাত দিলেই রীতিমতো তাপ লাগছে। সেই কবেই এক লাখের গন্ডি পার করেছে হলুদ ধাতু। এদিকে রুপোর দামও দিন দিন বাড়ছে সমানে। শুক্রবার ২৮ নভেম্বর কমল সোনার দাম (Gold Price)। সপ্তাহের শেষে সস্তা হল সোনা। তবে তাতে চিন্তা সামান্যও কমল না সাধারণ মানুষের।

সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজ ২৮ নভেম্বর ১ গ্রাম সোনা কিনতে কত খরচ পড়বে? বিয়ের মরসুমের কি আদৌ সস্তা হবে হলুদ ধাতু? দেখে নিন রেটচার্ট।

শুক্রবার সামান্য কমল সোনার দাম | Gold Price

শুক্রবার ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১২০৬৫ টাকা। খুব সামান্যই দাম কমেছে। প্রতি গ্রামে দাম কমেছে মাত্র ৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১২০৬৫০ টাকা। গতকালের তুলনায় এদিন প্রতি ১০ গ্রামের দাম ৫০ টাকা কমেছে। আর ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১২০৬৫০০ টাকা। একদিনে ৫০০ টাকা দাম কমেছে।

স্বাভাবিকভাবেই ২৪ ক্যারাট সোনার দামও এদিন কমেছে। তবে খুব সামান্য। শুক্রবার ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ১২৬৯৫ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১২৬৯৫০ টাকা। খুচরো পাকা ১০ গ্রাম সোনার ক্ষেত্রে দাম এদিন কমেছে ৫০ টাকা। আর প্রতি গ্রামে মাত্র পাঁচ টাকা।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। বর্তমানে সোনার বাজার উঠছে আর নামছে।

চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে। কমার সম্ভাবনা নেই বলেই মত বিশেষজ্ঞদের।

Gold Price is out of reach know today's rate

আরও পড়ুন: অনেক বাড়ল ছুটি! ২০২৬-এ কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস-কাছারি? তালিকা দিল নবান্ন

রুপোর দাম

সোনার দাম কমলেও এদিন দাম বেড়েছে রুপোর। রুপোলি ধাতুর এদিন ১০০ গ্রাম কিনতে লাগবে ১৬৪৪০ টাকা। একদিনেই দাম বেড়েছে ৫৩৫ টাকা। আর এদিন ১ কেজি রুপোর দাম কমে হয়েছে এক লক্ষ ১৬৪৪০০ টাকা। দাম বেড়েছে ৫৩৫০ টাকা। উল্লেখ্য, দিন দিন রুপোর চাহিদা বাড়ছে। সোনার পাশাপাশি রুপোর দামও পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে।