বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হলেও গরিবই থাকবে ভারত! প্রাক্তন RBI প্রধানের মন্তব্যে কিসের ইঙ্গিত?

বাংলাহান্ট ডেস্ক : ২০১৯ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে ভারত। এমনটাই ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনা। প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়িত হলেও ভারত একটি দরিদ্র দেশ হয়েই থাকতে পারে। তাই উদযাপন করার কোনো কারণ নেই। সোমবার রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর ডি সুব্বারাও এর মন্তব্যে শুরু হল জল্পনা।

সোমবার একটি বই উদ্বোধনের অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর ডি সুব্বারাও। সৌদি আরবের একটি উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ধনী দেশ হওয়া মানেই একটি উন্নত দেশ হওয়া নয়। প্রসঙ্গত উল্লেখ্য, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন তিনি যদি দেশের ক্ষমতায় ফিরে আসেন, তাহলে ২০১৯ সালের আগেই ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে।

আরোও পড়ুন : বাংলার মুকুটে জুড়ছে নতুন পালক! বন্দে ভারত স্লিপার নিয়ে এবার চমকে দেওয়া আপডেট রেলের

প্রধানমন্ত্রী আরো বলেছিলেন, অনেক অর্থনীতিবিদ ভবিষ্যদ্বাণী করেছেন যে তাঁর তৃতীয় মেয়াদ শেষ হওয়ার আগে, দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের পরে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রাক্তন গভর্নর ডি সুব্বারাও বলেন ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। এর সংখ্যা চার ট্রিলিয়ন ডলার।

আরোও পড়ুন : জীতু কামালের সঙ্গে প্রেমের গুঞ্জন! অবশেষে মুখ খুলে সত্যিটা জানিয়েই দিলেন শ্রাবন্তী

সুব্বারাও আরোও বলেন, “আমার মতে, এটা সম্ভব (ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠছে), কিন্তু এটি একটি উদযাপন নয়। কেন? আমরা একটি বৃহৎ অর্থনীতি কারণ আমাদের ১.৪০ বিলিয়ন মানুষ। আর মানুষ উৎপাদনের একটি ফ্যাক্টর। সুতরাং আমরা একটি বৃহৎ অর্থনীতি কারণ আমাদের মানুষ আছে। কিন্তু আমরা এখনও একটি দরিদ্র দেশ”।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর ডি সুব্বারাও আরও বলেন, ২,৬০০ ডলার মাথাপিছু আয়ের ভিত্তিতে ভারত মাথাপিছু আয়ের নিরিখে ১৩৯ তম অবস্থানে রয়েছে লিগ অফ নেশনস-এ। শুধু তাই নয়,  BRICS এবং G-20 দেশগুলির মধ্যে সবচেয়ে দরিদ্র দেশ হলো ভারত। তাই এগিয়ে যাওয়ার এজেন্ডা ভীষণ স্পষ্ট।

former rbi governor d subbarao admits to inaction for npa mess

সেক্ষেত্রে বৃদ্ধির হার ত্বরান্বিত করার পাশাপাশি যে সুবিধা গুলি ভাগ করা যাচ্ছে তা নিশ্চিত করতে হবে বলে মনে করেন ডি সুব্বারাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, আগামী ২০০৪৭ সালের মধ্যে ভারত বর্ষকে একটি উন্নত দেশ হিসেবে উন্নীত করবেন তিনি। সুব্বারাও মনে করেন, উন্নত দেশ হওয়ার ক্ষেত্রে চারটি অপরিহার্য উপাদান প্রয়োজন। সেগুলি হল, আইনের শাসন, শক্তিশালী রাষ্ট্র, অ্যাকাউন্টেবিলিটি এবং স্বাধীন প্রতিষ্ঠান।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর