বাংলা হান্ট ডেস্কঃ বছর দুয়েক আগে ইডির তল্লাশি ঘিরে যে সন্দেশখালি উত্তাল হয়ে উঠেছিল। সেই অশান্তির রেশ এখনও কাটেনি। মূল অভিযুক্ত শাহজাহান শেখ (Shahjahan Sheikh) জেলে থাকলেও এলাকায় তাঁর ‘ছায়া’ এখনও সক্রিয় বলে অভিযোগ। সরবেড়িয়া এলাকায় নিরাপত্তাহীনতায় ভুগছে মণ্ডল পরিবার। তাঁদের দাবি, শাহজাহান শেখের অনুগামীদের দাপটে আতঙ্কে দিন কাটছে।
জেলে থেকেও শাহজাহানের (Shahjahan Sheikh) প্রভাব
এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, শাহজাহান শেখ (Shahjahan Sheikh)জেলে থাকলেও তাঁর অনুগামীরাই গোটা সন্দেশখালি নিয়ন্ত্রণ করছে। স্থানীয়দের দাবি, নির্দেশ আসছে জেল থেকেই। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে রয়েছেন সরবেড়িয়ার মণ্ডল পরিবার।
হুমকি ও মারধরের অভিযোগ
মণ্ডল পরিবারের অভিযোগ, শেখ শাহজাহানের (Shahjahan Sheikh) অনুগামী মোসলেম শেখ তাঁদের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করা হচ্ছে, এমনকি আগুন লাগিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি। জমি ফেরত চেয়ে সরকারি দফতর ও সিবিআইয়ের কাছে অভিযোগ জানানোর পর থেকেই মারধর ও প্রাণনাশের হুমকি শুরু হয় বলে অভিযোগ পরিবারের।
সরবেড়িয়া মোড়ে শেখ শাহজাহানের (Shahjahan Sheikh) তৈরি বিশাল ‘শেখ শাহজাহান মার্কেট’ রয়েছে। মণ্ডল পরিবারের দাবি, পুরো মার্কেট যেই জমির ওপর তৈরি, সেই জমি তাঁদেরই। বিষয়টি আদালতে গেলে রায়ও মণ্ডল পরিবারের পক্ষেই আসে। কিন্তু অভিযোগ, আদালতের রায় মানছেন না শাহজাহানের অনুগামীরা। সম্প্রতি ওই শেখ শাহজাহান (Shahjahan Sheikh) মার্কেটে SIR সংক্রান্ত একটি দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে মণ্ডল পরিবারের সঙ্গে শেখ শাহজাহান অনুগামী তথা স্থানীয় তৃণমূল নেতৃত্বের গণ্ডগোল হয়। তারপর থেকেই হুমকির মাত্রা আরও বেড়েছে বলে অভিযোগ পরিবারের।

অভিযোগ অস্বীকার অভিযুক্তের
যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন মোসলেম শেখ। তাঁর দাবি, নির্মল মণ্ডল ইচ্ছাকৃতভাবে মিথ্যা অভিযোগ তুলছেন। তিনি বলেন, “শেখ শাহজাহানের সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। গত দু’বছরে আমাদের সামনাসামনি দেখাও হয়নি। পরিকল্পিতভাবে আমাদের বদনাম করা হচ্ছে।” দুই পক্ষের পরস্পরবিরোধী দাবির মাঝে এখনও থমথমে সন্দেশখালি। শাহজাহান শেখ (Shahjahan Sheikh) জেলে থাকলেও, এলাকায় তাঁর প্রভাব ঘিরে প্রশ্ন থেকেই যাচ্ছে।












