CSK-র প্রথম অধিনায়ক হিসেবে পেলেন সেঞ্চুরি! আজকের ম্যাচেই রুতুরাজ গড়লেন রেকর্ডের পাহাড়

বাংলা হান্ট ডেস্ক: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে চলা ম্যাচে একাধিক নজির তৈরি করলেন। তিনি এই ম্যাচে একটি দুর্ধর্ষ সেঞ্চুরি করেন। যেটি এই মরশুমে রুতুরাজের প্রথম সেঞ্চুরি এবং তাঁর IPL কেরিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি হিসেবে বিবেচিত হচ্ছে। আর এই সেঞ্চুরির মাধ্যমেই তিনি তৈরি করেছেন রেকর্ডের পাহাড়।

ঐতিহাসিক সেঞ্চুরি করলেন রুতুরাজ গায়কোয়াড়: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ৫৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন রুতুরাজ। তিনি তাঁর এই সেঞ্চুরিতে পৌঁছতে ১১ টি চার ও ৩ টি ছক্কা মেরেছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি IPL-এ চেন্নাই সুপার কিংসের হয়ে সেঞ্চুরি করা প্রথম অধিনায়কও হয়েছেন। CSK-র হয়ে অধিনায়ক হিসেবে সবচেয়ে বড় ইনিংস খেলার রেকর্ডও গড়েছেন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল MS ধোনির নামে। অধিনায়ক হিসেবে CSK-র হয়ে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন ধোনি।

https://twitter.com/IPL/status/1782797883475198315

রুতুরাজ তৈরি করলেন রেকর্ডের পাহাড়: প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৬ তম বারের মতো CSK-র হয়ে ওপেনার হিসেবে ৫০+ রান করেন রুতুরাজ। এমতাবস্থায়, তিনি এখন সবথেকে বেশি বার ৫০+ স্কোর করা CSK-এর ওপেনার হয়ে উঠেছেন। এর আগে এই রেকর্ডটি ছিল ফাফ ডু প্লেসিসের নামে। ফাফ ডু প্লেসিস ওপেনার হিসেবে CSK-এর হয়ে ১৬ বার ৫০+ স্কোর করেছেন।

আরও পড়ুন: নিজে তো ডুববেই সাথে এই পাঁচ দলকেও ডোবাবে RCB

এদিকে, আজ রুতুরাজ ওপেনার হিসাবে CSK-এর হয়ে ২,০০০ রানও পূর্ণ করেছেন। শুধু তাই নয়, তিনি CSK-র হয়ে ওপেনার হিসেবে ২,০০০ রান করা প্রথম খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন।

আরও পড়ুন: “এটা সঠিক সময় নয়…”, রাজস্থান রয়্যালসের কাছে লজ্জাজনক হারের পর এ কী বললেন হার্দিক?

IPL-এ CSK-র হয়ে ওপেনার হিসেবে সবথেকে বেশি ৫০+ রান করা খেলোয়াড়:
১৭ বার- রুতুরাজ গায়কোয়াড়
১৬ বার- ফাফ ডু প্লেসিস
১৩ বার- মাইকেল হাসি
৯ বার- ডেভন কনওয়ে
৯ বার- শেন ওয়াটসন
৯ বার- মুরলি বিজয়

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর