লক্ষ্মীর ভাণ্ডার অতীত! নতুন প্রকল্পে ৫০০০ টাকা দেবে রাজ্য সরকার, শুধু লাগবে এই কাগজ

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তেরো থেকে তিরাশি, সবার সুবিধার্থে চালু করা হয়েছে কোনও না কোনও স্কিম। রাজ্যবাসীর মন জয় করতে যেমন সরকারের (Government of West Bengal) তরফ থেকে ফের একটি নতুন প্রকল্পের (Government Scheme) ঘোষণা করা হয়েছে। সেই প্রকল্পের অধীন পাওয়া যাবে ৫০০০ টাকার আর্থিক সাহায্য।

কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, পশ্চিমবঙ্গ সরকারের এমন বহু প্রকল্প আছে যার মাধ্যমে উপকৃত হয়েছেন অগুনতি মানুষ। এমনই একটি নতুন প্রকল্প হল ‘সমুদ্রসাথী’ (Samudra Sathi Scheme)। রাজ্যের মৎসজীবীদের জীবন-জীবিকার কথা মাথায় রেখে এই প্রকল্পের সুচনা করেছে পশ্চিমবঙ্গ সরকার। বাজেট পেশের সময়ই এই প্রকল্পের কথা বলেছিলেন অর্থ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্য।

প্রত্যেক বছর আবহাওয়ার কারণে এপ্রিল মাস থেকে জুন মাসের মাঝামাঝি অবধি মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়। যে কারণে প্রভাবিত হয় তাঁদের জীবন-জীবিকা। এই সময়টায় সংসার টানতে হিমশিম খেয়ে যান বহু মৎসজীবী। তাই তাঁদের সুবিধার জন্যই রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘সমুদ্রসাথী’ চালু করা হয়েছে।

আরও পড়ুনঃ ‘কুণাল যখন জেলে ছিল তখন ও মজা…’, এবার বোমা ফাটালেন তাপস রায়

পশ্চিমবঙ্গ সরকারের এই নয়া প্রকল্পে রাজ্যের সকল মৎসজীবীকে বছরে দু’মাস ৫০০০ টাকা করে দেওয়া হবে। বাজেট পেশের সময় চন্দ্রিমা জানিয়েছিলেন, এই প্রকল্পের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ‘সমুদ্রসাথী’ প্রকল্পের মাধ্যমে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলির প্রায় ২ লাখ মৎসজীবী উপকৃত হবে বলে অনুমান। বিশেষত পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগণার মৎসজীবীদের উপকার হবে বলে মনে করা হচ্ছে।

Government of West Bengal Mamata Banerjee

প্রত্যেক বছর এপ্রিল থেকে জুন মাস অবধি সমুদ্রে না যেতে পারার কারণে এই জেলাগুলির মৎসজীবীদের জীবিকা নির্বাহ বাধার সম্মুখীন হয়ে থাকে। সেদিকে নজর রেখেই রাজ্য সরকারের তরফ থেকে ‘সমুদ্রসাথী’ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। এই স্কিমের অধীন উক্ত তিন জেলার সকল নথিভুক্ত মৎসজীবীকে বছরে দু’মাস ৫০০০ টাকা করে দেওয়া হবে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর