এবার গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ করতে চলেছে BSNL! দুর্ভোগ এড়াতে গ্রাহকদের করতে হবে এই কাজটি

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL এবার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। একটি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, BSNL এবার ভারতে তাদের 3G মোবাইল পরিষেবা বন্ধ করতে চলেছে। মূলত, 4G মোবাইল নেটওয়ার্ক এবং 5G-র প্রস্তুতির ওপর দৃষ্টিনিক্ষেপ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তথ্য অনুসারে, কোম্পানিটি নোকিয়া এবং চিনা কোম্পানি ZTE-র সঙ্গে তার সেই চুক্তি বাতিল করার পরিকল্পনা করছে, যার অধীনে উভয় কোম্পানিই নেটওয়ার্ক মেন্টেনেন্স করে। এমতাবস্থায়, আপনিও যদি একজন BSNL গ্রাহক হন এবং আপনার মোবাইলে BSNL 3G সিম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার অবিলম্বে একটি প্রয়োজনীয় কাজ করতে হবে।

BSNL গ্রাহকদের ওপর কী প্রভাব পড়বে:

মিন্ট-এর এক রিপোর্ট অনুসারে, এই সিদ্ধান্তের ফলে BSNL সেই গ্রাহকদের ওপর প্রভাব পড়তে পারে যাঁদের BSNL 3G সিম কার্ড রয়েছে। বর্তমানে, এই ধরণের গ্রাহকের সংখ্যা অনেক বেশি। এছাড়াও, যাঁদের এলাকায় BSNL-এর 4G মোবাইল নেটওয়ার্ক পৌঁছয়নি এবং এখনও 3G BSNL সিম ব্যবহার করছেন, তাঁরা সমস্যার সম্মুখীন হতে পারেন। BSNL 3G বর্তমানে দেশের প্রায় ৫,৮৬৩ টি শহরে উপলব্ধ রয়েছে।


This time BSNL is going to stop important service.

BSNL 3G গ্রাহকদের কী করতে হবে: যদি আপনার মোবাইলে BSNL 3G সিম থাকে, সেক্ষেত্রে নিকটতম BSNL পরিষেবা কেন্দ্র বা BSNL অফিসে গিয়ে একটি 4G বা 5G মোবাইল সিম নিতে হবে। রিপোর্ট অনুসারে, গত ১০ ডিসেম্বর, BSNL সমস্ত সার্কেলের প্রধানদের কাছে একটি চিঠি লিখে বলেছে যে 4G নেটওয়ার্কে যে অগ্রগতি হচ্ছে তার পরিপ্রেক্ষিতে, তাদের এলাকায় যেখানেই সম্ভব 3G পরিষেবা বন্ধ করার জন্য অনুমোদন রয়েছে। ওই চিঠিটি টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-কেও পাঠানো হয়েছে। এই সংস্থা সারা দেশে BSNL-এর 4G মোবাইল টাওয়ার স্থাপন করছে।

BSNL-এর কয়টি 4G মোবাইল টাওয়ার আছে: রিপোর্ট অনুসারে, BSNL সারা দেশে ৯৭,৪৮১ টি
4G টাওয়ার স্থাপন করেছে। বর্তমানে দেশব্যাপী BSNL-এর মোট ২,২৯,২৭৮ টি টাওয়ার সাইট রয়েছে। যার মধ্যে ৫৮,৯১৯ টি 3G সাইট।

আরও পড়ুন: ২০১৪ থেকে লঞ্চ হয়েছে ৩৪ টি দেশের জন্য ৩৯০ টি স্যাটেলাইট, ISRO-র মাধ্যমে স্পেস মার্কেটে ভারতের দাপট

BSNL 3G এবং 2G সিম ব্যবহারকারীর সংখ্যা: টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া তথা TRAI-র তথ্য থেকে জানা যায় যে, চলতি বছরের সেপ্টেম্বরের শেষে BSNL-এর মোট মোবাইল গ্রাহক সংখ্যা ছিল ৯ কোটি ২২ লক্ষ। যার মধ্যে ২ কোটি ২০ লক্ষ ব্যবহারকারী 4G নেটওয়ার্ক ব্যবহার করেন। বাকি গ্রাহকরা 2G এবং 3G সিম ব্যবহার করেন। যাঁদের মধ্যে অধিকাংশজন 2G সিম ব্যবহারকারী।

আরও পড়ুন: টাটা গ্রুপের এই কোম্পানি করছে স্বাস্থ্যের ক্ষতি! অভিযোগ সামনে আসতেই পতন শেয়ারের দামে

গ্রাহকেরা পড়তে পারেন সমস্যায়: ইতিমধ্যেই রিপোর্টে এই সমস্যার পেছনের কারিগরি কারণগুলিও তুলে ধরা হয়েছে। যেখানে বলা হয়েছে যে BSNL এখন 4G-র জন্য ২১০০ MHz স্পেকট্রাম সম্পূর্ণরূপে ব্যবহার করতে চায়। তবে, এটি গ্রাহকদের জন্য একটি উল্লেখযোগ্য সমস্যা তৈরি করতে পারে। যদি গ্রাহকদের 4G সিম সমর্থনকারী মোবাইল ফোন না থাকে তবে তাঁরা একটি নতুন ডিভাইস কিনতে বাধ্য হবেন। যা তাঁদের ওপর অতিরিক্ত বোঝা তৈরি করবে।