বাতিল হল শিক্ষকদের ছুটি! SIR-র প্রক্রিয়ায় রবিবারেও খোলা স্কুল? জারি নির্দেশিকা

Published on:

Published on:

teachers(6)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষে ফের গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হল পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর তরফে। প্রাথমিক বিদ্যালয়গুলির প্রধান শিক্ষকদের (Teachers) জন্য মূলত এই নির্দেশিকা। SIR-এর শুনানি প্রক্রিয়া চলছে রাজ্যজুড়ে। এরই মধ্যে হুগলি (Hooghly) জেলার ডিআই অফ স্কুলস (প্রাইমারি) তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শিক্ষকদের জন্য। যা বিশেষ গুরুত্বপূর্ণ।

ছুটির ক্ষেত্রে কড়াকড়ি, জারি নির্দেশিকা | Teachers

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন-এর হেয়ারিং প্রক্রিয়ার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষক ও আধিকারিকদের ছুটির ক্ষেত্রে কড়াকড়ি বজায় রাখা হবে। বিদ্যালয়গুলির সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতেই মূলত এই বিজ্ঞপ্তি।

SIR-এর শুনানি প্রক্রিয়ায় জন্ম তারিখ যাচাইয়ের প্রয়োজনীয়তা রয়েছে। যাদের কাছে বার্থ সার্টিফিকেট নেই, তাদের ক্ষেত্রে বিদ্যালয়ের অ্যাডমিশন রেজিস্টার বা ভর্তির নথিপত্র যাচাইয়ের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যাচ্ছেন নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট আধিকারিকরা। এই পরিস্থিতিতে যাতে কোনোভাবেই সেই কাজে সমস্যা না হয় সেই লক্ষ্যেই এই নির্দেশিকা।

ডিআই অফ স্কুলস (প্রাইমারি), হুগলি-র তরফে প্রধান শিক্ষকদের জন্য বলা হয়েছে, বিদ্যালয়ের অ্যাডমিশন রেজিস্টার, ট্রান্সফার সার্টিফিকেট রেজিস্টার বা অন্যান্য নথি থেকে আবেদনকারীর জন্ম তারিখ যাচাই করে স্বাক্ষরসহ সেই তথ্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে ২ দিনের মধ্যে ইমেইলের মারফত পাঠাতে হবে।

যাবতীয় কাজে যাতে কোনও বিলম্ব না হয় সেই লক্ষ্যে ছুটিতে কড়াকড়ি করা হয়েছে। বলা হয়েছে, যতক্ষণ না এই যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ প্রধান শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। ২ দিনের সময়সীমার মধ্যে ছুটির দিন বা রবিবার পড়লেও প্রয়োজনে কাজ শেষ করতে বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে সংশ্লিষ্ট শিক্ষককে।

teachers

আরও পড়ুন: ২৬-এর পর ২৯ ডিসেম্বরও হবে না! SSC নবম-দশমের নিয়োগ নিয়ে বড় আপডেট

এই প্রক্রিয়া চলাকালীন প্রধান শিক্ষকরা তাদের কর্মস্থল বা ‘স্টেশন’ ত্যাগ করতে পারবেন না বলেও জানানো হয়েছে নির্দেশিকায়। ব্যক্তিগত কোনো ছুটির আবেদনও করা যাবে না। যদি একান্তই জরুরি বা অনিবার্য কারণে ছুটির প্রয়োজন হয়, তবে সেক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া প্রয়োজন। এই নির্দেশিকা হুগলির জন্য হলেও, কাজের প্রকৃতি অনুযায়ী রাজ্যের অন্যান্য জেলার বিদ্যালয়গুলির জন্যও এই বার্তার প্রাসঙ্গিকতা রয়েছে বলেই মনে করা হচ্ছে।