বাংলা হান্ট ডেস্ক: রবিবার পরীক্ষা রয়েছে PSC পরীক্ষা। এবার এই পরীক্ষা উপলক্ষে কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফ থেকে নেওয়া হল এক বিশেষ পদক্ষেপ। জানা যায় এই পরীক্ষার জন্য রবিবার কলকাতা মেট্রোর তরফ থেকে গ্রিন ও ব্লু লাইনে সকাল ৮ টা থেকে পরিষেবা শুরু হবে। যা সাধারনত শুরু হয় রবিবার সকাল ন’টার থেকে। কিন্তু এই দিন PSC Clerkship পার্ট টুর এক্সাম রয়েছে। যার কারণবশত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
PSC পরীক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি, জানুন মেট্রোর নতুন সময়সূচি (Kolkata Metro)
এই পরীক্ষার জন্য মেট্রোরেলের তরফ থেকে জানানো হয়েছে ব্লু লাইনের অর্থাৎ দক্ষিণেশ্বর, নোয়াপাড়া ও শহীদ ক্ষুদিরাম থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৮ টায়। গ্রিনলাইনে হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে ৮ টা। এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো পরিষেবার শুরু হবে ৮:০২ মিনিটে (Kolkata Metro)।

আরও পড়ুন: বছর শেষে সোনার দাম ঊর্ধ্বমুখী! মধ্যবিত্তের পকেটে চাপ, দেখুন আজকের লেটেস্ট রেট
এছাড়াও এই পরীক্ষার জন্য রবিবার রবিবার ব্লু লাইনে মোট ১৬৮টি পরিষেবা (৮৪ আপ ও ৮৪ ডাউন) চালানো হবে, যেখানে সাধারণ দিনে থাকে ১৩০টি পরিষেবা। গ্রিন লাইনে চলবে ১৩১টি পরিষেবা (৬৬ আপ ও ৬৫ ডাউন)। যা সাধারণত ১০৮টি।
এছাড়াও,পরীক্ষার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে দিনের বিশেষ সময়ে ট্রেনের ব্যবধানও কমানো হয়েছে। ব্লু লাইনে দুপুর ৩টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের বদলে ৮ মিনিট অন্তর মেট্রো চলবে।
পাশাপাশি গ্রিন লাইনে বিকেল ৪টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বদলে ১০ মিনিট অন্তর পরিষেবা মিলবে। এছাড়াও ব্লু ও গ্রিন লাইনের শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে। তবে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্কগামী রাত ১০টা ০৫ মিনিটের বিশেষ মেট্রো চলবে। কিন্তু রবিবার ইয়েলো লাইনে স্বাভাবিক পরিষেবা থাকলেও পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)।












