চাকরি বিক্রি, দেদার দুর্নীতি! প্রাইমারিতে রিপোর্ট পেশ করল CBI, বাতিলের পথে বহু নিয়োগ?

বাংলা হান্ট ডেস্কঃ SSC নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য। সম্প্রতি হাই কোর্টের (Calcutta High Court) রায়ে বাতিল হয়েছে ২০১৬ এসএসসির গোটা প্যানেল। যার জেরে যোগ্য-অযোগ্য মিলিয়ে চাকরিহারা ২৫৭৫৩ জন। এরই মাঝে এবার প্রাইমারিতে নিয়োগেও দুর্নীতি হয়েছে বলে আদালতে জানাল CBI. প্রাইমারিতে (Primary TET) নিয়োগ নিয়ে রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

CBI-র পেশ করা রিপোর্টে বলা হয়েছে, এসএসসির মতো প্রাথমিকেও দেদারে বিক্রি হয়েছে চাকরি। কলকাতা হাই কোর্টে রিপোর্ট জমা করে সিবিআই জানিয়েছে, প্রাইমারিতে টিচার্স ট্রেনিং কলেজের আড়ালে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে যোগ্যদের চাকরি। এদিন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে রিপোর্ট পেশ করে প্রাইমারি নিয়োগ দুর্নীতির চক্র ‘খোলসা’ করে সিবিআই।

তদন্তকারী এজেন্সির দাবি, অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশন(ABTTAA)-এর প্রেসিডেন্ট ছিলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডল। বহু কলেজের মালিকানা ছিল তার অধীনে। সিবিআই এর দাবি, বিপুল টাকার বিনিময়ে TET ফেল দের কাছে চাকরি বিক্রি করেছেন এই তাপস মণ্ডল। নিয়োগে দুর্নীতি করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোট ৪ কোটি ১২ লাখ ৪৫ হাজার টাকা এজেন্ট মারফত তাপস মণ্ডল। এমনই বিস্ফোরক দাবি করেছে সিবিআই।

আদালতে সিবিআই এর দাবি, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে হাত মিলিয়ে প্রাইমারিতে চাকরি বিক্রি করেছেন এই তাপস। এই বিষয়ের উল্লেখ করে রিপোর্টে সিবিআই জানিয়েছে, চাকরি বিক্রির ক্ষেত্রে তাপস এবং কুন্তল ঘোষের যোগসূত্র মিলেছে।

Calcutta High Court

আরও পড়ুন: দু’ঘণ্টায় ঝড়-বৃষ্টি শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায়, সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর

এদিন সিবিআই এর পেশ করা রিপোর্ট দেখে বিচারপতি মান্থার প্রশ্ন, রাজ্য প্রাইমারি শিক্ষা সংসদের পক্ষে কি যোগ্য-অযোগ্যদের বেছে নেওয়া সম্ভব? প্রসঙ্গত, বিভিন্ন পন্থায় দুর্নীতির অভিযোগ উঠেছিল SSC ২০১৬ সালের প্যানেলে। বহু চেষ্টার পরও যোগ্য-অযোগ্যদের আলাদা করতে না পেরে শেষমেষ গোটা প্যানেলই বাতিল করতে বাধ্য হয় হাইকোর্ট। এবার প্রাইমারির ক্ষেত্রেও কি সেরমই কিছু হতে চলেছে? প্রশ্ন উঠে গেল।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর