বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় মহিলা ক্রিকেট দল (India Women’s National Cricket Team) এবার বড় জয় হাসিল করেছে। বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে চলা ৫ ম্যাচের T20 সিরিজে ৫-০ ব্যবধানে জয়লাভ করেছে ভারত (India)। এমতাবস্থায়, সিরিজ আগেই পকেটে চলে এলেও বাকি ছিল হোয়াইটওয়াশের অপেক্ষা। যেটি সম্পন্ন হল বৃহস্পতিবার। এই সিরিজের সর্বশেষ ম্যাচে ২১ রানে বাংলাদেশকে হারিয়ে দেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল। ওই ম্যাচটিতে ভারত প্রথমে ব্যাট করতে নামে। যেটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে হরমনপ্রীতরা তুলে ফেলেন ১৫৬ রান।
যার জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে রীতিমতো বিপর্যয়ের সম্মুখীন হয় বাংলাদেশ। তবে, আজকের এই ম্যাচে বাংলাদেশের লোয়ার অর্ডার দুর্দান্ত ভাবে লড়াই করেছে। বিশেষ করে ঋতুমণি এবং শরিফা খাতুন না থাকলে বাংলাদেশ ১৩৫ রানেও হয়তো পৌঁছতে পারতো না। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এটাই চলতি সিরিজে বাংলাদেশের সবথেকে সর্বাধিক রান। কারণ, গত ৪ টি ম্যাচে তারা ১২০ রানের গণ্ডি পেরোতে পারেনি।
যদিও, ভারতীয় ক্রিকেট দল সামগ্রিকভাবে এই সিরিজ জিতে নিলেও ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে এখনও অনেকটাই চিন্তা রয়ে গেছে। বিশেষ করে, মিস ফিল্ডিং থেকে শুরু করে ক্যাচ হাতছাড়া হওয়ার বিষয়গুলি চিন্তা বৃদ্ধি করছে। এর মাধ্যমে হাতছাড়া হওয়ার রানগুলি আটকানো গেলে টিম ইন্ডিয়ার সামগ্রিক পারফরম্যান্স নিঃসন্দেহে নজর কাড়ত। তবে, বাংলাদেশের মহিলা ক্রিকেট দল এই সুযোগ খুব একটা বেশি কাজে লাগাতে পারেনি।
আরও পড়ুন: বদলাবে ১৩ বছরের ইতিহাস! পরের মরশুমেই MI ছাড়বেন রোহিত? ভবিষ্যদ্বাণী প্রাক্তন তারকা পেসারের
এদিকে, ম্যাচ শেষের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউর জানিয়েছেন, “সমগ্র সিরিজটিতে ভারতীয় দল যেভাবে ঠান্ডা মাথায় জয় লাভ করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই মনোভাবটাই আমরা আগামী বিশ্বকাপ পর্যন্ত বজায় রাখতে চাই। ফিল্ডিং করার ক্ষেত্রে আমরা বেশ কয়েকটি মিস করেছি। কিভাবে এই সমস্যা কাটিয়ে উঠতে হবে তা আমরা জানি।”
আরও পড়ুন: ফিরছে নস্টালজিয়া! ফের লঞ্চ হচ্ছে Nokia-র ২৫ বছরের পুরনো ফোন, রয়েছে 4G সহ দুর্দান্ত সব ফিচার্স
এছাড়াও তিনি আরও বলেন, “মহিলা প্রিমিয়ার লিগের মাধ্যমে বহু ভারতীয় ক্রিকেটার একটা আলাদা আত্মবিশ্বাস পেয়েছেন। সেই আত্মবিশ্বাস এবার কাজে লাগছে। এই সিরিজ জয়ের ফলেও আমাদের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে। এর পাশাপাশি এখান থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করলাম সেটা বিশ্বকাপে কাজে লাগাতে পারব এটাই আশা রাখি। বিশ্বকাপে আমরা নিজেদের সেরাটা উজাড় করব, এটাই আমাদের বিশ্বাস।”