জেলবন্দি কেষ্ট! এদিকে ভোটের দিন অনুব্রতর নিচুপট্টির বাড়িতে যা হচ্ছে… শুনলে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্কঃ আজ চলছে চতুর্থ দফায় লোকসভা ভোট। পশ্চিমবঙ্গের (West Bengal) আটটি কেন্দ্রে লোকসভা নির্বাচন। বাংলার ৫ জেলার ৮ লোকসভা কেন্দ্রে নির্বাচন। ভোট চলছে বোলপুর, অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কেন্দ্র বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর এবং আসানসোলে। সব ঠিকঠাক ছন্দে চললেও বোলপুরে যেন শ্মশানের নীরবতা। নেই অনুব্রত, নেই নেই ‘চড়াম চড়াম’, নেই ‘ গুড় বাতাসা’ থেকে ‘নকুলদানা’।

গরু পাচার মামলায় (Cow Smuggling Case) বহুদিন জেলবন্দি বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। সেই ২০২২ এর মাঝের দিকে গরু পাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে গ্রেফতার হন দাপুটে নেতা অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডল। বাংলার সীমানা পেরিয়ে এখন তার ঠিকানা দিল্লির তিহাড় জেল। পঞ্চায়েত ভোটের পর এবার লোকসভা ভোটেও অনুব্রত শুন্য বীরভূম।

বোলপুর অনুব্রতর নিচুপট্টি নীল রঙের দোতলা বাড়ি এখন জনশূন্য। এর আগে নির্বাচনের কয়েকমাস আগে থেকেই আগে তিল ধারণের জায়গা থাকত না এই বাড়ির সামনে। আর আজ সেই বাড়ির সামনে চেয়ারে বসে রয়েছেন ২-৩ জন পুলিশকর্মী। বাড়ির দরজা-জানালা সব বন্ধ। দলের কর্মী তো দূর, কাক-পক্ষীরও আনাগোনা নেই। সবকিছুই শান্ত, বড্ড বেমানান। যেই অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর দৌলতে ‘ভয়ঙ্কর খেলা’ চলত আজ সেই চিত্র একেবারেই বদলে গিয়েছে।

২০১৯ সালে শেষ লোকসভা ভোটের সময় ফুল ফর্মে ছিলেন অনুব্রত। সেবার বীরভূম জেলার দু’টি লোকসভা কেন্দ্রেই ফুটেছিল ঘাসফুল। খেলাও হয়েছিল সেবার। নিজে দাঁড়িয়ে থেকে ভোট করিয়েছিলেন অনুব্রত। তবে এবার যে সেই বীরভূমের বাঘই খাঁচাবন্দি। এখন প্রশ্ন উঠেছে, বীরভূমের রাজনীতিতে কি এখনও প্রাসঙ্গিক আছেন অনুব্রত? কেষ্টর অনুপস্থিতিতেই পঞ্চায়েত ভোটে বিরাট সাফল্য পেয়েছে তৃণমূল। তারপরও কী জেলবন্দি কেষ্টর গুরুত্ব রয়েছে জেলার রাজনীতিতে? যদিও অনুব্রত যে এখনও দলের ‘সম্পদ’ তা বারংবার বুঝিয়ে দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

tmc leader anubrata mondal

আরও পড়ুন: চাই বিচার! কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কী এমন হল?

সম্প্রতি বীরভূমে ভোট প্রচারে গিয়ে ‘প্রিয়’ কেষ্টকে মমতা বলেছিলেন, ”কেষ্টর মামলায় কী আছে, আমি জানি না। আইন আইনের পথে চলবে। তবে গরিব কেউ ওর কাছে গেলে খালি হাতে ফিরে আসত না। ও এই জেলাকে হাতের তালুর মতো চিনত।” মমতা এও দাবি করেন, ”কেষ্ট আর ওর মেয়েকে পরিকল্পনা করে গ্রেফতার করা হয়েছে। আমি আপনাদের বলছি, দেখে নেবেন ভোট মিটলেই ওদের ছেড়ে দেওয়া হবে।” ও যাতে ভোটের সময় কাজ করতে না পারে তাই ওকে আটকে রাখা হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর