বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির বেশ কয়েকজন প্রার্থীকে নিয়ে তুমুল চর্চা হচ্ছে। তাঁদের মধ্যে অন্যতম হলেন রেখা পাত্র (Rekha Patra)। সন্দেশখালির এই প্রতিবাদী গৃহবধূকে বসিরহাট কেন্দ্র থেকে দাঁড় করিয়েছে গেরুয়া শিবির। এবার তিনি ভোটের মধ্যে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন।
বিগত কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে রয়েছে সন্দেশখালি (Sandeshkhali)। পরপর কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কার্যত প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে সন্দেশখালি আন্দোলনের সত্যতা। এর মধ্যে একটি ভিডিওয় আবার সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে দেখা যাচ্ছে বলে অভিযোগ। যদিও তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন। ইতিমধ্যেই দ্বারস্থ হয়েছেন হাই কোর্টের। এবার আদালতে গেলেন রেখা।
জানা যাচ্ছে, পুলিশ তাঁর বিরুদ্ধে কতগুলি মামলা করেছে সেটা জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। সেই সঙ্গেই উচ্চ আদালতের কাছ থেকে নিরাপত্তা এবং রক্ষাকবচ চেয়ে আবেদনও করেছেন বিজেপি প্রার্থী। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে খবর।
আরও পড়ুনঃ ‘এখন আই লাভ ইউ চলবে না…’, ভোটের মাঝেই একি বললেন শুভেন্দু! শোরগোল
উল্লেখ্য, সন্দেশখালির স্টিং ভিডিও প্রকাশ্যে আসার পরেই রেখা পাত্র এবং গঙ্গাধর কয়ালের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সন্দেশখালির একজন ব্যক্তিই তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
চলতি মাসেই ভাইরাল হয়েছে সন্দেশখালির ‘স্টিং ভিডিও’। সেখানে গঙ্গাধরকে বলতে শোনা যাচ্ছে, সন্দেশখালিতে যে ধর্ষণের অভিযোগ উঠেছে তা সাজানো। টাকার বিনিময়ে মহিলারা মিথ্যে অভিযোগ করেছেন! এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট। তবে গঙ্গাধরের দাবি, এই ভিডিও ভুয়ো। ইতিমধ্যেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দেশখালির এই বিজেপি নেতা। একইসঙ্গে সিবিআইয়ের কাছেও অভিযোগ করেছেন।
অন্যদিকে রেখাও এই ভিডিওটিকে ভুয়ো বলে দাবি করেছেন। সেই ভিডিওর জেরেই রেখা এবং গঙ্গাধরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে খবর। ইতিমধ্যেই পুলিশি তদন্ত শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে বসিরহাটের পদ্ম প্রার্থীর সন্দেহ, পুলিশের আরও মামলা দায়ের করে থাকতে পারে। সেই কারণেই মামলার সংখ্যা জানতে চেয়ে বুধবার উচ্চ আদালতের দ্বারস্থ হলেন রেখা।